দৈনিক খবর
অনেক দিন পর রোমান্সের সাথে ফেসবুকে চ্যাট করছি। অরে ফেসবুকে পাওয়াই যায় না। আমি নিজেও আগের মত সময় দিতে পারি না। ওর স্বভাব সবাইরে একটু মজা দেওয়ার চেষ্টা করা। আমারে অল্টাইমই কুনু না কুনু কিছু দিয়া হাসাইতে চাইব। আমি জোক্স এতটা বুঝি না। তাই হাসির কুনু কিছু খুজে পেতে অনেক সময় লাগে মাঝে মাঝে অন্য কেউ বুঝায়া দিতে হয়। তো সেই দিন আমারে চ্যাট এ নিচের জোক্স টা লিখে দিল।

কোন এক দৈনিক পত্রিকার

Post a Comment

Previous Post Next Post