শেয়ার বাটন
কয়েকদিনের জন্য দেশের বাড়িতে গিয়েছিলাম। ৪ দিনের মত ছিলাম। মনে হচ্ছিল সব কিছু থেকে দূরে চলে এসেছি। জিপি সিম আর এজ মডেম এবং আমার ভাঙ্গাচুড়া নেটবুকের বদৌলতে নেট কানেকশন নিতে পেরেছিলাম একদিনের জন্য।
যাই হোক, এই পোস্ট মূলত ফয়েজ উদ্দিন শাকিল ভাই এর জন্য লেখা।
কাজের কথায় আসি, আমরা আজকে ফেসবুকের শেয়ার বাটন এবং গুগল প্লাস ওয়ান বাটন কিভাবে ব্লগের প্রতি পোস্টের নিচে দেওয়া যায় সেটা দেখব।
Post a Comment