একদিনের জন্য মনোহরদী আসতে হল। আম্মা অনেকদিন ধরে নানু কে দেখে না বলে অনেক জোড়াজোড়ি করে আমাকে রাজি করালো। আমি ঘরে থাকতে বেশি পছন্দ করি। বাইরে খুব একটা বের হই না। আগে প্রচুর মউজ মাস্তি করতাম। ঘুরতাম ফিরতাম বাসার বাইরে থাকতে পছন্দ করতাম। এখন আর এগুলি ভাল্লাগে না।
অনেক দিন দাড়ি কামাই না। নাপিতের কাছে দাঁড়ি কামাতে গেলে ভয় লাগে। না জানি কখন গলায় খুর বসিয়ে দেয়!!! তারপরও দাঁড়ি কামানোর ইচ্ছা হলো। গেলাম

Post a Comment

Previous Post Next Post