ইন্টারনেট সর্টকাট
"কিভাবে ইন্টারনেট সর্টকাট তৈরী করবেন" নামে জুলাই মাসের শেষের দিকে একটা পোস্ট করেছিলাম। ঐখানে দুইটা পদ্ধতির কথা বলেছিলাম। কিন্তু রেকর্ডিং করতে না পারায় ইউটিউবের লিংক একটা দিয়েছিলাম। আজকে এর দ্বিতীয় লিংকটা পাবলিশ করছি।
ঐ পোস্টে বিস্তারিত কিছু কথা ছিল তাই এখন শুধু ভিডিওটা আইফ্রেম করে দিচ্ছি। লেখার চেয়ে ভিডিও তৈরী অনেক সহজ এবং আনন্দদায়ক তাই এরকম আরো ভিডিও পাবলিশ করার ইচ্ছা আছে
Post a Comment