সমর্পণ - (এলবাম কভার)
১৩২২ বঙ্গাব্দে ফাল্গুন মাসের প্রথম মঙ্গলবার সুনামগঞ্জের ধিরাই উপজেলার উজান ধল নামে একটি গ্রামের বাওরের আদিগন্ত পানির পাড়ে জন্মেছিলেন শাহ করিম। সে হিসেবে ইংরেজি ১৯১৫ সালের ফেব্রুয়ারি ১৫। উনার প্রতিটি গান আমার হৃদয় স্পর্শ করে। এই রোজার ঈদে ওয়ারফেজ, অর্থহীন ও হাবিব ওয়াহিদ এর সম্মিলিত এ্যালবাম "সমর্পণ" এ হাবিবের কন্ঠে শাহ আব্দুল করিমের "কেনো পিরিতি বাড়াইলা রে বন্ধু" গানটি
Post a Comment