গুগল প্লাস
গুগল প্লাসের জনপ্রিয়তা ডেভলাপার এবং এসইও কনসালটেন্টদের কাছে সবচেয়ে বেশি। কারণটা মুটামুটি সবাই জানেন। আমার কাছেও খুব ভালো লাগে জি প্লাস। কিন্তু জি+ এর সমস্যা একটাই, অনেক ভারী পেজ এবং লোড নিতে প্রচুর সময় আর ব্যান্ডুইডথ খরচ হয়। যাই হোক, সেকারনে জি+ এ স্ট্রিম কম দেখা হয়, যেহেতু নোটিফিকেশন গুগলের হোম পেজেই এসে পড়ে। এবং শেয়ার এর জন্য ওখানেই অপশন আছে। কিন্তু অন্যান্য সাইটগুলার মত জি+ এর

Post a Comment

Previous Post Next Post