তোমার সৃতি গুলো নিয়ে লিখতে হবে তা কখনো ভাবিনি । সেটা ভাবার সাহস আমার কোন কালে ছিল না । কি করে থাকবে বলো আমি ত এখনো ভাবতে পারিনা তুমি নেই আমার পাশে । মাঝে মাঝে অনেক একা লাগে নিজেকে ।
সময় ত অনেক গড়াল দিন অনেক বদলেছে , বদলেছি আমি ঠিক তেমনি তুমিও তাই । প্রথম যেদিন তোমার সাথে দেখা মনে আছে সময় টা ২০ ফেব্রুয়ারি সকাল ১০টা বা তার কিছু পর , ঘণ্টা খানিক ছিলাম তোমার সাথে । মুঠোফোনের কল্যাণে তোমার সাথে পরিচয়
Tags
অতিথি পোস্ট
Post a Comment