আজকে হঠাৎ ব্লগারের এক অফিসিয়াল ব্লগ এর ২০০৩ সালের একটা পোস্টে দেখলাম অনেক পুরান একজন ব্লগারকে। আমার দেখা প্রোফাইল গুলোর মধ্য সবচেয়ে পুরনো প্রোফাইল এটি। ১৯৯৯ সালের ইউজার তিনি। পরে বুঝলাম উনার ব্লগার প্রোফাইল হচ্ছে সর্ব প্রথম ব্লগার প্রোফাইল। http://www.blogger.com/profile/1 তারপরও সন্দেহ থেকে গেল। আরো ঘাটাঘাটি করে বুঝলাম উনিই ব্লগার নামক একটা সার্ভিস বানিয়েছেন, যার মাধ্যমে আমি ব্লগিং করতে পারছি।
Post a Comment