ডোনেট বাটন কেনো লাগাবেন না ??
অনেকদিন ধরেই ব্লগিং করছি। প্রায় দের বছর এর মত হবে। অনেকের সাথে পরিচয় হয়েছে। সবাইকে নিয়ে সাইবার জগতের একটা পরিবারও বলা চলে। এক পরিচিত বসের কাছ থেকে শুনেছিলাম - "ব্লগিং অনেকের কাছে নেশা অনেকের কাছে পেশা" কিন্তু আমার কাছে মনে হয় আরেক ধরনের ব্লগার রয়েছে যারা কিছু না বুঝে ব্লগিং করে। হয়ত আমি তাদের দলের ভিতর পড়ি।
কিছুদিন আগে আমি মনিবুকার্স ডোনেট বাটন ও এলার্টপে ডোনেট
Post a Comment