বেশ কিছুদিন আগে থেকে বাংলায় ডোমাইন পাওয়া যাচ্ছে। অর্থাৎ বাংলা[dot]com অথবা [dot]বাংলা এরকম। ব্যাক্তিগত ভাবে আমার কাছে এই ডোমেইনের গ্রহণযোগ্যতা নাই বললেই চলে। এধরনের ডোমেইনগুলা ভাবভঙ্গী ছাড়া কিছুই না। গুগলের সার্চ রেজাল্টে এখনো পর্যন্ত ইংরেজি ডমেইন ছাড়া অন্য কোনো ভাষার ডোমেইন চোখে পড়ে নাই। সুতরাং এটার গ্রহণযোগ্যতা শুধুমাত্র মুখে মুখে।
সবকিছুর পরেও বাংলা ডোমেইন নিয়ে নাড়া চাড়া করার কৌতূহল থেকেই যায়

Post a Comment

Previous Post Next Post