কিঞ্চিৎ এসইও

আমি অনেকদিন ধরেই এই ব্যাপারটা লক্ষ্য করছি যে, একই কিওয়ার্ডের সার্চ রেজাল্ট বিভিন্ন ব্রাউজারে বিভিন্ন রকম দেখায়। প্রায় বেশির ভাগ ক্ষেত্রেই সার্চ রেজাল্ট মুটামুটি কাছাকাছি পর্যায়ে থাকে। আরেকটা ব্যাপার হচ্ছে যখন জিমেইলে বা টুইটারে লগইন অবস্থায় থাকি তখন সার্চ রেজাল্টে কিঞ্চিৎ পরিবর্তন দেখা যায়।
সুতরাং এই লজিকটাকে ধরে যদি সামনে আগানো যায় তাহলে ব্যাপক ভিসিটর না পাওয়া গেলেও কিছু

Post a Comment

Previous Post Next Post