কোনো জৈব যৌগকে তার জলীয় দ্রবণ বা অন্য কোনো মিশ্রণ হতে একটি উপযুক্ত জৈব দ্রাবকে দ্রবীভূত করে পৃথক করার পদ্ধতিকে দ্রাবক নিষ্কাশন বলে।


প্লাস্টিক বলতে কী বোঝায়?

পলিমারের উপর টান বা পীড়ন প্রয়োগের ফলে যেসব পলিমারের আকারের স্থায়ী পরিবর্তন ঘটে, তাদের প্লাস্টিক বলা হয়ে থাকে। প্লাস্টিক জাতীয় পদার্থগুলো আংশিক কেলাসাকার এবং রাবারের তুলনায় বেশি শক্তিশালী হয়। তবে বেশ কিছু প্লাস্টিক আবার শক্ত, দৃঢ় ও অনমনীয়। যেমন- পলিস্টাইরিন, ফেনল-ফরমালডিহাইড রেজিন, ইউরিয়া-ফরমালডিহাইড রেজিন ইত্যাদি। আবার কিছু প্লাস্টিক আছে যেগুলো নরম, কোমল ও নমনীয়। যেমন— পলিইথিলিন, পলিপ্রোপিন, পলিভিনাইল অ্যাসিটেট ইত্যাদি।

Post a Comment

Previous Post Next Post