কোনো বিন্দু হতে নিঃসৃত আলোক রশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হওয়ার পর দ্বিতীয় কোনো বিন্দুতে মিলিত হয় বা দ্বিতীয় কোনো বিন্দু হতে অপসারিত হচ্ছে বলে মনে হয়। তখন ঐ দ্বিতীয় বিন্দুটিকে প্রথম বিন্দুর প্রতিবিম্ব বলে। একটি বস্তু হলো অসংখ্য বিন্দুর সমষ্টি। ফলে বিন্দুর মতো বস্তুরও প্রতিবিম্ব গঠিত হয়।

প্রতিবিম্ব দুই প্রকার। যথা–
  1. বাস্তব বা সদ প্রতিবিম্ব
  2. অবাস্তব বা অসদ প্রতিবিম্ব
কোনো বিন্দু হতে নিঃসৃত আলোকরশ্মিগুচ্ছ কোনো তলে প্রতিফলিত বা প্রতিসরিত হয়ে দ্বিতীয় কোনো বিন্দুতে প্রকৃতপক্ষে মিলিত হলে দ্বিতীয় বিন্দুটি প্রথম বিন্দুর বাস্তব বা সদ প্রতিবিম্ব। আর প্রকৃতপক্ষে মিলিত না হলে তা অবাস্তব বা অসদ প্রতিবিম্ব।

Post a Comment

Previous Post Next Post