কতকগুলাে ধ্বনির সাহায্যে আমরা মনের ভাব প্রকাশ করে থাকি। কিন্তু মনের ভাব লিখে প্রকাশ করতে হলে প্রতিটি ধ্বনির জন্য এক একটি সংকেত বা চিহ্ন ব্যবহার করতে হয়। ধ্বনির পরিবর্তে ব্যবহৃত এসব সংকেত বা চিহ্নকে বর্ণ বলে। যেমন- বাংলায় অ, আ, ক, খ এবং ইংরেজিতে a, b, c, d ইত্যাদি। অর্থাৎ, ভাষা লিখে প্রকাশ করার জন্য যেসব সংকেত বা চিহ্ন ব্যবহৃত হয়, সেগুলােকে বর্ণ বলে।

Post a Comment

Previous Post Next Post