সামাজিকীকরণ হচ্ছে একটি চলমান প্রক্রিয়া। এটি শৈশব থেকে মৃত্যু অবধি চলতে থাকে। প্রত্যেক সমাজের কিছু নিয়ম-রীতি, মূল্যবোধ, বিশ্বাস ও আদর্শ রয়েছে। মানুষকে এগুলো আয়ত্ব করতে হয়। সমাজের এই নিয়ম-রীতি আয়ত্ব করার প্রক্রিয়াকেই বলা হয় সামাজিকীকরণ। এর মধ্যে দিয়েই ব্যক্তি সমাজের নিয়ম-রীতি ও প্রত্যাশিত আচরণের উপযোগী হয়ে গড়ে উঠে।
সামাজিকীকরণের প্রয়োজনীয়তা বা গুরুত্ব
সামাজিকীকরণের মাধ্যমে একজন ব্যক্তি সমাজের স্বীকৃত জীবনধারায় অভ্যস্থ হওয়ার শিক্ষা পায়। তাই এর গুরুত্ব অনেক। সামাজিকীকরণের গুরুত্বপূর্ণ দিকসমূহ নিম্নে তুলে ধরা হলো :
- ইহা মানুষকে সমাজের আচরণ রপ্ত করতে শেখায়।
- সামাজিক নিয়ন্ত্রণ বজায় রাখতে সহায়তা করে।
- সমাজের সভ্য ও পরিচিতি লাভে সহায়তা করে।
- ইহা পারস্পরিক সহযোগিতা, দ্বন্দ্ব, সহমর্মিতা, আত্মীকরণে সহায়তা করে।
- ইহা সামাজিক ব্যাধি, অনাচার, বিশৃঙ্খলা রোধ করে।
- ইহা ব্যক্তি ও সমাজের স্বার্থ রক্ষার্থে ভারসাম্য সৃষ্টি করে।
Post a Comment