যে সকল রাশি স্বাধীন বা নিরপেক্ষ অর্থাৎ অন্য কোন রাশির উপর নির্ভরশীল নয় বরং অন্যান্য রাশি এসব রাশির উপর নির্ভরশীল তাদেরকে মৌলিক রাশি বলে। এসব মৌলিক রাশির একককে মৌলিক একক বলে।
উদাহরণ : দৈর্ঘ্য (l), ভর (m), সময় (s) ইত্যাদি মৌলিক রাশির উদাহরণ। কারণ এসব রাশির মান অন্য রাশির ওপর নির্ভরশীল নয়।


ভার্নিয়ার সমপাতন ব্যাখ্যা কর।

স্লাইড ক্যালিপার্সের সাহায্যে কোনো দণ্ডের দৈর্ঘ্য পরিমাপ করার সময় দেখা যায় ভার্নিয়ার স্কেলের একটি দাগ প্রধান স্কেলের কোনো একটি দাগের সাথে মিলে। অনেক ক্ষেত্রে দাগ মিলে না। সেক্ষেত্রে একটি ভার্নিয়ার স্কেলের একটি দাগ প্রধান স্কেলের কোনো একটি দাগের সাথে সবচেয়ে কাছাকাছি থাকে। ভার্নিয়ার স্কেলের যত তম দাগটি প্রধান স্কেলের একটি দাগের সাথে মিলে বা সবচেয়ে কাছাকাছি থাকে সেই পাঠটি ভার্নিয়ার সমপাতন।

Post a Comment

Previous Post Next Post