প্রিয় অরুনী

প্রতি রাতের মত আজ আবারও লেখতে বসলাম।

কি আর লিখবো আমি। 

কথা তো  অনেক জমিয়েছি ।

তোমায় বলবো ভেবে

আমার সব মনের কথা যদি তোমাকে লিখে পাঠাতে যাই  তাহলে দিস্তা দিস্তা কাগজ লাগবে।

তারপরও শেষ হবেনা

 তারপরও কিছু কিছু কথা না বলে আর পারছিনা ~~~~~


অরুনী

 আমি হৃদয় গঠিত সমস্যায় ভোক্তভুগী ।

 এই হৃদয় আর মন শুধু তোমাকে দেখতে চায়। 

তোমাকে আমার ভিষন মনে পরে  সারাখন শুধু তোমাকে নিয়ে ভাবি ~~~

ভাবার যেন কোনো শেষ নেয় কত কি ভাবি।   

শুধু তোমাকে ভাবি যে তাই নয় সকাল- দুপুর মিলিয়ে ১৭বার ছুটে গিয়েছি তোমাকে একটি বারের জন্য দেখবো বলে।

 মত্র ৬ বার দেখেছি!....... আর ১১বার মনে এক রাস কষ্ট নিয়ে পিরেছি। 

যখন তোমাকে দেখতে পেতাম তখন ইচ্ছে করতো তোমার সামনে যাই!........

তোমার সাথে কথা বলি  কিন্তু পারিনি কোনো ভাবেই পারিনি।  তুমি যত্খন  আমার দীষ্টির  আড়ালে না যেতে ততখন আমি চেয়ে চেয়ে দেখতাম আর কত কি মনে করতাম। 

অরুনী  তোমার মন আছে আমাদের শেষ দেখা কোথায় হওয়া কথা হয়েছিল?

 আর সেখানে  দেখার হবার পর আমরা দুজনে পুচকা খাওয়ার কথা ছিলো ।  তবে সেই দিন তো আর দেখা হলোনা। 

কোন এক কারন বসত আমার এক বন্দু আমাকে পুচকা খাওনোর  শত চেষ্টা করার পরেও আমাকে আর  পুচকা খাওতে পারে নাই।



অরুনী তোমার মনে আছে একদিন রাতে তুমি আমেকে বলে ছিলে  আমাকে দেখলে তুমি ফোন করবে  আর তুমি থাকতে পারবেনা আমার সাথে কথা না বলে......


মনে আছে কি তোমার?

আমার কিন্তু ঠিকেই মনে আছে।  তোমার দেওয়া সব কতা আমার মনে আছে আমি  তোমার সাথে কথা বলার পর আবার আমার ডায়রিতে  তারিখ এবং সময় দিয়ে লিখে রাখতাম তোমার কথা গুলো আমি কিন্তু তোমাকে কখনো কির্রা কছম করতে দিতাম না বলতাম তোমার সব কথা আমি বিশ্বাস  করি।  আর বলতাম যে তুমি তোমার দেওয়া কথা গুলো মনে রাখলেই হবে।  করন আমি  তোমাকে ভিশন বিশ্বাস  করি।

আর এটাও জানি যে তুমি আমাকে অনেক ভালোবাসো আর আমার জন্য সব কিছু করতে পারো।   আমি সব সময় চাইতাম যে আমি যেনো তোমার কথা বুঝতে পারি এবং তা বিশ্বাস  করি তা বুঝাতে পারি এবং আমার কথা গুলো বুঝিয়ে বলতে পারি যানি না আমার লেখা কথা গুলো তুমি যুঝো কিনা  তবে  অনেক ভুল হতে পারে  কিছু মনে কইরোনা।   


 আমার লেখা হয়তো এলোমেলো হবে কারন  আমার মন  ভালো নেয়,,,,,,,,,।

 যেখানে  আমার জীবনই এলোমেলো সেখানে লেখা এলোমেলো হবেই।

             হোক এলোমেলো

তবে আমার আজ লিখতেই হবে!

আমি আজ লিখবো  অনেক কিছু লিখবো  জানি আমার লেখা শেষ হইবার নয় তাই আমি লেখার শেষে কোন ইতি লিখবো না    কারন আজ যা লিখবো তা শুধু এখন মনে পরতেছে আর সব অনুভুতির কথা এলোমেলো  ভাবনার করনে  মনে পরছেনা,,,,,,,,,,,,, 


হয়তো আমার এই লেখা তুমি পড়বে,


হয়তো আমার না বলা কিছু কথা তুমি জানতে পারবে। 

আমি তোমাকে অনেক বেশি ভালোবাসি।

   চোখের অশ্রুগুলোর কাছে  দিনে দিনে ঝণী হয়ে যাচ্ছি,,,,,,

 তোমার ভালোবাসাগুলো মনে হলেই চোখের  পাতাগুলো ভিজে উঠে। কষ্টের মাত্রাগুলো থার্মোমিটারের  পারদের মত বেড়ে উঠে।

 তোমাকে ভাবা ছাড়া আমি কিছুতেই থাকতে পারছিনা।

ভুলতে পারছিনা তোমার  মিষ্টি তৃপ্তিমাখা মুখখানা!

 তুমি ভালো আছো তো?


জানো  অরুনী   

আমি  ভালো নেয়,

শুধু ঘুমহীন  রাত গুলো খুব মিছ করি। আমি ভুঝিনা কিভাবে আমার জমিয়ে রাখা কথা গুলো লিখে শেষ করবো।  করন  ৮০ দিন দরে তোমার সাথে কথা হয়না।

তোমার মনে আছে আমরা কথা বলতে গেলে  প্রতি  রাতে ৩০০মিনিট কথা বলতাম  তারপর ও কথা শেষ হতো না।  আর এই ৮০দিনের জমানো কথা লিখে কি করে শেষ করবো?.....


জানো অরুনী 

এখন আর আমার  ব্যালেন্স শেষ হওয়া ভয় নেই।   

অল্প কিছু টাকা দিয়ে এখন আমার মাসখানেক চলে যায়।




জানো অরুনী

 এখন  আর মোবাইলে অ্যালার্ম দিয়ে ঘুমোতে যাই না।

  জাস্ট সময়ে তোমাকে কল দিবো বলে।


   অরুনী

সেই প্রথম দেখা হাসির কথাটি আমি আজও ভুলিনি। এই দুই চোখ বন্দো করলেই তোমাই দেখতে পাই অরুনী ' তোমায় দেখার জন্য আমি অন্ধো হতে চাই।   

জানো  অরুনী

 আমি না' রাতে ঘুমাতে পারি না শুধু তোমাকে মনে পরে।  আর অজস্র কান্না চলে আসে।'


অরুনী 

তোমার মনে আছে সেই রাতের কথা আমি  কাদতে কাদতে অসুস্ত হয়ে পরেছিলাম আরে আমার অসুস্তা কথা শুনার পর তুমিও কত কান্না করে ছিলে।



অরুনী 

তোমার মনে আছে শেষ ১৯ তারিখ সন্ধাই জখন তুমি ইমুতে কল দিয়ে আমার গায়ে শিতের  পোশাক না দেখে তুমি কি বলেছিলে?মনে আছে কি তোমার?।


অরুনী

তোমার সেই দিন গুলোর কথা একবারও মনে পরেনা,

আমি যদি একবেলা না খেয়ে থাকতাম তুমি দুই বেলা উপোস করতে।    আমি না খেতে  তুমি  কিছু খাইতে না!


জানো অরুনী 

 ২১ ফেব্রুয়ারি  তোমার সাথে যখন দেখা করতে যাই  তখন আমি দুইবেলা না খেয়ে ছিলাম।  আর মনে মনে প্রতিজ্ঞা  করে ছিলাম তোমাকে না দেখা পযান্ত  কিছু খাবোনা।   তোমাকে  দেখার পর সেদিন  আর নিজের সুখের কান্না দরে রাখতে পারলাম না ,,,,,,,,,,,, 


অরুনী  শুনো আমাকে এতটা ভালোবাসার জন্য ধন্যবাদ।

 সত্যিই আমি কৃতজ্ঞ  তোমার কাছে।   আমি বুঝে গেছে যে তুমি সত্যিই অনেক ভালোবাসতে জানো। 

প্রশ্ন করতেই পরো  এটা কেমন কথা?  এটাই কথা তুমি তোমার পরিবারের  প্রতি যে ভালোবাসা দেখিয়েছ  তা দেখে আমি মুগ্ধ,

ভালোবাসলে  তোমাকে ভালোবাসবো পাগল হলে তোমার জন্যই হবো। কারন তুমিই ভালোবাসতে জানো ভালোবাসা মুল্য বুঝো।

বেশিরভাগ মানুষই ভালো লাগা এবং ভালোবাসার মধ্যে পার্থক্য বের করতে পারেনা। আর তাইতো অভিমানী মেয়েটা আজো প্রতীক্ষা করে। নির্ঘুম রাতে বিছানায় শুয়ে ছটফট করে। আর তাইতো বোকা ছেলেটা অক্সিজেনের বদলে বুক ভরে নিকোটিন নেয়। রাত গভীর হলে মেয়েটার নাম্বার বন্ধ জেনেও সে নাম্বারে বার বার ফোন করে অস্থির সময় কাটায়.... আমি ও কাটাচ্ছি র্নিরঘুম রাত,,,,,।

প্রতি রাতেই তোমার দেওয়া ছবি গুলো দেখি।


ওপপপ অরুনী  তোমাকে তো একটি কথা বলতেই ভুলে গেছি,

জানো অরুনী  আমি তোমার জন্য একটি ব্যসলাই কিনেছি,, আরো একটা ছবির ফ্রেম কিনেছি  তার ভিতরে তোমার ৪ পিজ ছবি রাখা যায় এবং ছবির ফ্রেমটি ঘুরে।

ঘুরার সময় আবার  গিটারের শব্দ শুনায়।

 কিনে ছিলাম,

হেপি নিউ ইয়ারে তোমাকে

 উপহার দেবার  জন্য। তাতো আর দেওয়া হলো না,,,,, জানি না আর। দিতে পারবো কিনা তবে আমি ১০০ ভাগ আসা বাদি যে  তুমি আমাকে ভুলে যাবেনা।  আমি তোমাকে মন প্রান হৃদয়  সবটুকু দিয়ে ভালোবাসি।

জানো অরুনী

 আমার খুব ইচ্ছে  ছিল  তোমায়  একদিন জড়িয়ে ধরে বলব,------ আমি তোমাকে অনেক ভালোবাসি।

প্লিজ আমাকে ছেড়ে কোথাও যেয়ো না আজ অনেক কিছু বলে ফেললাম।

মনটা আবার খারাপ হয়ে যাচ্ছে।

আবারো চোখের কোনে পানি  চলে আসলো,,,,,,,,,,,



ভালবাসা হল, কাউকে দেখার ইচ্ছাই, মনটা ব্যাকুল হয়ে উঠা, তার ভাবনাই জেগে থাকা,

নিজের সুখটাকে তার মাঝেই বিলিয়ে দিয়ে একটুখানি হাসি এটে দেয়া

আর সব থেকে বড় কথা ভালবাসা হল, সারাটা জীবন তার পাসে

 থাকা....


*.পৃথিবীতে ভালোবাসা না পেয়ে হয়ত বেঁচে থাকা যায়, কিন্তু ভালো না বেসে বোধকরি বেঁচে থাকা যায় না। 

 অরুনী 

তোমার মনে আছে কিনা জানিনা 

আমি তোমাকে   প্রতিশ্রুতি  দিয়েছিলাম যে আমি তোমাকে কখনো ছেড়ে যাবোনা।  সত্যিই আমি কখনো ছেড়ে যাবনা। 

অরুনী 

 তুমিতো যানো আমি কতটা দর্জ্য শিল  আমি কতটা  অপেক্ষা    করতে পারি।

 আমার বিশ্বাস যে তুমি একমাত্র মানুষ যে আমার ভীতর টা দেখেছে।   আর আমি আমার জীবনে সব কথা তোমাকেই বলেছি। তুমি আমার কথা না বুঝলে আর কেউ বুঝবেনা আমায়।

এর চেয়ে বেসি ভালোবাসার খমতা আমার নেয় চাইলে তোমার জন্য শত কষ্ট মেনে নিবো।

তুমি একটু বুঝার চেষ্টা কর দেখবে  আমার চেয়ে বেসি তোমাকে কেউ ভালোবাসেনা!


কতটা ভালোবাসলে  একটি মানুষ কনকনে শীতের ভিতরে খুব সকালে গোসল করে ৩০ কি:মি: পথ অতিক্র করে তার ভালোবাসার মানুষের চেহারাটা  একটি বারের জন্য হলেও  দেখার কথা ভাবে? প্রশ্নটা তোমার কাছেই থাকলো,,,,,,,,,

  কতটা ভালোবাসলে মানুষ র্নিরঘুম   রাত কাটায়?

অরুনী

  তুমি কি ভাবছো তুমি আমাকে কল করো না কথা বলো না তাই বলে আমি তোমাকে ভুলে যাবো????? না:::::: কখনো এমটা ভেবোনা করন ইমন / ইমনবাবু / তোমার /সুখ/তোমার  প্রিয়জন তোমাকে কখনো ভুলবে না।   তোমাকে কখনো ছেড়েও যাবেনা।   তুমি ভাবতে পারো একটি মানুষ কতটা ভালোবাসলে এতো লেখা  লেখতে পারে।  আমার অবস্থান টা বুঝতে পারছো?.......,

তোমার ছবি আমার হৃদয়ের ক্যানভাসে অনন্তকাল থাকবে।


 জানো অরুনী

আমার বোবা কান্না হয়ত কেউ দেখবেনা হয়ত আমার  হৃদয় ভাঙ্গার শব্দ কেউ শুনবেনা তারপরও আমাকে বেচে থাকতে হবে কারন আমি যে তোমার সুখ!

   আরে একটি কথাতো লেখাই হলোনা ।

আমার তো সব সময় একটাই ভয়ছিল  তুমি হরিয়ে যাবে.........

তোমার মনে আছে প্রায় সময়ই আমি  এই কথাটি বলতাম,

আমাকে ছেড়ে  একা করে চলে যাবে না তো কোনদিন।

তুমি প্রতি উওরে  বলতে এটা অসম্বব আমি পারবোনা তোমাকে ছাড়া থাকতে:::::::::.

তুমি বলতে তোমার চাইতে বেসি ভালোববাসবে না কেউ আমাকে,,,,  মনে আছে তোমার,,,,,     আমার কথা বলতে--- বা ---- লিখতে বা----  এসএমএস এর রিপলাই দিতে দেরি হলে  তুমি কতটা কষ্ট পেতে মনে আছে?.


  সীমাশূন্য -- অনিয়ন্ত্রিত  ভালোবাসা... অজস্র অনুভুতি....

হাজার হাজার ভাবনা....

শত শত স্মৃতি...

সবই একজনকে ঘিরে,,, অরুনী।

ভাবতেই অবাক লাগে''''''''....

........

তখন ভাবতেই অবাক লাগে তবে অবাক হবার পর কষ্ট লাগে.......

 তোমার মনে  আছে কোন একরাতে  আমি মজা করে বলেছিলাম  রিলেশন  রাখবো না তোমার সাথে।

সে কি কান্না তোমার তুমি কান্না করতে করতে বলেছিলে  আমার জীবনটা কে এভাবে দিওনা....  নষ্ট করে দিওনা আমার স্বপ্নগুলো এভাবে ভেঙ্গে দিওনা।

আমি তো সেদিন শুধুই মজা করেছিলাম!!!!  আর একটা কথা সেই দিন তোমার যায়গায় আমি হলে ঠিক একথাই বলতাম,.......

অরুনী

তোমার সাথে কথা বলতে খুব বেশি

ইচ্ছে করছে।


কি করি বলতো ?

আজ কত দিন হয়ে গেল তোমার

সাথে

একটু কথা বলিনা ।

আচ্ছা তোমার কি ইচ্ছে করেনা ?

আমার সাথে কথা বলতে ?

মাঝে মাঝে এতো বেশি ইচ্ছে করে

যে ......।


আবার নিজের মাঝেই ইচ্ছা টাকে

কবর দিয়ে রাখি ।


তুমি জানো তোমার সাথে কথা

বলতে না পারার কষ্ট যে কত

কষ্টের ?


হয়ত তুমি জানোনা ।

যদি যানতে পাগলের মত হয়ে যেতে

শত বাঁধা উপেক্ষা করে আমার কাছে

কল দিতে ।


জানো আমার সেই আগের

নাম্বারটাই আছে ভুল করেও ৫ মিনিট

বন্ধ রাখিনা ।

কেন জানো আমি সব সময় ভাবি যে তুমি কল দিবে,

আর তুমি কল দিয়ে যদি ফোন অফ পাও তুমি অনেক কষ্ট পাবে!


তাই আমি সব সময় ফোন ওপেন রাখি আর নজর দারিতে রাখি আর কখনো ফোনটি রেখে কোথাও যাই না।


কিন্তু অরুনী

আজ কত দিন ধরে এই স্বপ্ন

নিয়েই বেঁচে আছি ।

তোমার কল আর.........আসেনা ।


অরুনী

থাক কল দেওনা তাতে কি হয়েছে ?

আমি কিন্তু তোমার সাথে প্রতিদিন

ঠিকেই কথা বলি ।

কি অবাক হচ্ছ.......?

ভাবছো আমি পাগলের মত কি বলছি ?

আমি আবার তোমার সাথে কখন কথা

বললাম ?





❤️💙❤️❤️💙❤️❤️💙❤️❤️❤️❤️💙❤️❤️💙💙

হা আমি তোমার সাথে কথা বলি

কিন্তু তুমি টের পাওনা,

টের পেতে যদি তুমি আমাকে নিয়ে

ভাবতে

তা হলে তুমি ফীল করতে পারতে যে

আমি তোমার ছবির সাথে

কথা না বলে এক দিন ও ঘুমাইনা ।


মাঝে মাঝে তো তোমার ছবিটা

আমাকে শাসনও করে,,,!!!!!♥


জানো অরুনী কি বলে?........

এই ইমন না ঘুমিয়ে চুপি.....

চুপি..... আমাকে দেখা হচ্ছে ? তাই না,,, যাও....~~~

যাও~~~ ঘুমাতে যাও~~~ তখন আমি তোমার

ছবিটাকে একটু আদর ♥করে

বুকের মাঝে নিয়ে ঘুমিয়ে পরি

সকালে উঠে দেখি কি জানো~?

তুমি আমার বুকের উপরেই আছো

=+তারপর আমি কি বলি জানো ?

সরো সকাল হয়ে গেছে আর তুমি

এখনো ঘুমাচ্ছ ?

সত্যি মাঝে মাঝেই তোমার সাথে

এমন পাগলামি করি~~~

আর এভাবেই যাচ্ছে আমার রাত্র

গুলো,,,,,,,



জানো অরুনী 

তোমাকে আমার ভীষন মনে পরে।........

তোমাকে আমি অনেক  ভালোবাসি অরুনী,,,,

যেদিন থেকে তোমার সাথে কথা বলতে পারিনা সেদিন থেকে হাসিহিন হয়ে গেছি আমি শত চেষ্টা করার পরেও আমি আর আমার হাসিটাকে ফিরে পাইনি,,,,,,,এখন আর বন্ধুদের সাথে আড্ডা দেইনা।   সব সময় একা একা বসে থাকি,,,

আমার সঙ্গী  এখন তোমার দেওয়া এসএমএস গুলো। কত বার পড়েছি  আমি নিজেও বলতে পারবো না,


তোমাকে তো বলেছি যে আমি তোমাকে অনেক বার দেখতে গিয়েছি তুমি কিন্তু আমাকে  দেখনাই। ~~~~ আমি ঠিকেয় দিখেছি,,,,, তোমাকে আমার দেখা না দেওয়ার অনেক কারন আছে!

:-যেমন দুরথেকে দেখছি তুমি হাসিখুশি অবস্থায়  আসতেছো,,,,

 আর  যখন  আমি তোমার কাচাকাছি গিয়ে তোমাকে দেখতে চাই তখন তুমি আমাকে দেখে খুব ভয় পাও।

আর তখন নিজের প্রতি  নিজের অনেক ঘৃন্না হয়,,,,,,

 :-তার পরেও আমি তোমাকে দেখতে যাই,,,,,

:-কারন তোমাকে না দেখলে আমার ভালোলাগেনা,,,,   কিছু ভালোলাগেনা।


জানো অরুনী

:-  এক শনিবারে আমি ৫.৩০মিনিট থেকে ৯.৩০ মিনিট পযান্ত মাদ্রাসার সামনের রাস্তার মাথায় ডেলান্সির উপরে বসে বসে অপেক্ষা করছিলাম কিন্তু আমি জানতাম না যে তুমি সেদিন তোমার নানা বাড়ি ছিলে।   



অরুনী 

আমার মনে হয় তুমি তোমার ঠিক মত যতনো  নেও না!''''''

'''''' যদি তাই হয় আমি অনেক কষ্ট পাবো! কারন আমি তো তোমাকে ঘিরে  বাচতে চাই! তুমিতো জানো  যে আমার চার পাশে তুমি শুধুই তুমি!


অরুনী

 তাই তোমার কাছে আমার

 অনুরোধ>>>

***ঠিক মত নিজের খেয়াল রাখবে♥


***সময় মত খাবার খাবে♥


***বেসি রাত জেগে থাইকোনা♥


***রাতে ঘুমানোর সময় মশাড়ি টানিয়ে    তারপর ঘুমাইও,..........♥


 ***তোমার শরিল খারাপ লাগলে সাথে    সাথে তোমার আম্মুরে জানাইও।


***আর শুনো মন খারাপ কইরোনা আমি তোমাকে একটুও ভুল বুঝিনাই।


 ***তোমার প্রতি আমার ভালোবাসার একটুও কমতি নেয়।


★★★আমি তোমার ছিলাম তোমারি আছি তোমারেই থাকবো।

কথা দিলাম:::::::

★★★প্রেমে একটু আকটু বাদা আসবেই

 তাই বলেতো মাঝ পথে তোমাকে একা পেলে চলে যেতে পারি না। 

★★★আর আমি তো  কখনেই তোমাকে হারাতে দিবোনা,   

★★★ঘুরেফিরে সেই একেই কথা তুমি তোমার কোন অযতনো কইরোনা,,,,,,, ♥♥♥


♥ আর শুনো তোমাকে তো আগেই বলেছি   আমি ঘর বানাবো। 


♥ঘর আমি ঠিকেই বানিয়েছি,,,,,

♥ এখন শুধু তোমাকে দেখানোর অপেক্ষায়

       আছি।

♥আশা করি তোমার পচন্দো হবে,,,,,,,,,,, ভালোবাসি অরুনী  ভিষন  ভালোবাসি তোমায়,,,,,,, ♥♥♥

I Love you oruni.

uuummmaa



❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️❤️❤️❤️❤️

প্রথমে বলবো 

তোমাকে নিয়ে ভাবনা চিন্তার ২৪ঘন্টা   যদি র্বণনা দিতে যাই তাহলে আমার ৩৬ঘন্টা লাগবে!.......

১৯-০৫-২০১৭তারিক দুপুর ১২:২০মিনিটের সময় আমার সাথে যেই কথা বলে ছিলে সে কথা গুলো নিয়ে  ভেবে দেখতে বলেছো।   সত্যিই  আমি ভেবেছি কাজর্কম খাওয়া দাওয়া ঘুমনিদ্রা সব বাদ দিয়ে ভেবেছি! ভাবার পর আমি আয়নার সামনে গিয়ে দেখলাম আমার চোখ গুলো লালা হয়ে গেছে   চোখের নিছে কালো দাগ পড়রে গেছে মুখটা শুকিয়ে কালো হয়ে গেছে শরিলের শক্তি কাজ করেনা মুখে  ভাষা নেই নির্বাক হয়ে গেছি আমি!!!!!  আমার মাথায় থাকা লাম্বা লাম্বা চুল গুলো লাচালাচা হয়ে গেছে  এক যায়গায় বসে একদিকে তাকিয়ে ছিলাম অনেক খন,,,,,,,,,  এতোটাই ভেবেছি তোমাকে নিয়ে এবং তোমার কথা গুলো নিয়ে।

তুমি বলে ছিলে  তোমার ভাইয়ার কথা না শুনে  মুরুব্বীদের কথা না শুনে অনেক বড় ভুল করেছো। এখন তুমি তোমার ভুল বুঝতে পেরেছো তুমি আর তাদের কে কষ্ট দিতে চাও না।  এখন তুমি তোমার ভুল গুলোকে শুধরে নিতে চাও। তুমি বলে ছিলে এখন থেকে তুমি তোমার ভাইয়ার সব কথা শুনবে এবং মানবে এজন্য তোমার যা করার দরকার তাই করবে! তোমার ভাই বলেছিল আমাকে ভুলে যেতে,,,,,, তুমি আমাকে ভুলে যাবে? যাও ভুলে যাও,,,,,

কারন আমি তোমার যোগ্য না!   আমার কিছু নেয় আমি মুর্খ আমার বংশ ভালো না আমার ভাই বোন কেউ ইঞ্জিনিয়ার ডাক্তার বিদেশ   নেয়  আমার কর্ম ভালো না আমার আয় কম!  আমাদের ঘরবাড়ি টিনের ঘরে ভালো কোন জিনিস ও নেয়! আর আমি ছেলে হিসেবেও ততটা ভলো নই।  সব বাবা মা ভাই....... চায় মেয়ে এবং বোন সুখি হউক। আমার কান্না এখন তোমার কাছে মায়া কান্না শুনতে ভাল্লাগেনা,,,,,,  sorry এতো কথা বলার জন্যে।  দয়া করে খমার দিষ্টিতে  দেখবেন  মন টা খারাপ তো তাই অনেক কিছু বলে পেললাম।  আমাকে ভুলে যান  আমি চাইনা আমার জন্য আপনাদের পারিবারিক শান্তি নষ্ট হউক।  আমি এমন কে যে আমার জন্যে ভাইয়ের কথা অমান্য করবে।  ভুলে যাও আমাকে তাতে বাবা মায়ের ভালোবাসা পিড়ে পাবে।  আমাকে নিয়ে চিন্তা করোনা আমার দিন গুলো কষ্টে কষ্টে কেটে যাবে। ওকোন বেপার না।  আমি জানি তুমি চাওনা আমার জীবন নষ্ট হউক।  

তুমি অন্য কোথাও সুখি হলে আমার একটুও কষ্ট হবেনা  আমিতো বলেছি তোমার  সুখি করার জন্য তোমাকে ভুলে যাওয়া ছাড়া সব করতে পারবো। যেহেতু আমি তোমাকে ভালোবাসি তাই আর আগের যায়গায় পিরে যেতে পারবোনা।  তবে তোমাকে সুখি হতে দেখলে আমার একটুও কষ্ট হবেনা,,,,,,,, ভালো থেকো এখানেই শেষ কথা হইতো আমাকে আর খুজে পাবেনা। ভুলেযাও আমাকে।।,,,,,,   তবে বেচে থাকার জন্য তোমাকে খুব দরকার। ইচ্ছে গুলো আর প্রকাশ করা হলো না কারন তোমার বিন্দু মাত্র ইচ্ছা নেয় আমার ইচ্ছা পূরন করার।  সুখে থাকার  জন্য দোয়া করবো,,,,,,,,,,,,,,,, 



আমিও চাই তুমি সুখি হও। তোমার দিন গুলো আরো সুন্দর কাটুক। তোমার বড় বড় স্বপ্নো  গুলো পুরোন হউক।  তাই আজ থেকে তুমি স্বাধীন ,,,।

তোমাকে স্বাধীন করে দিলেম। 


বলে ভালে করেছো যে আমার কান্না তোমার ভাল্লাগেনা,,,,,,,,,  আমাকে ভালোবেসে তুমি জীবনের সব চেয়ে বড় ভুল করেছো। আমি তোমার ভুলের খতি পুষিয়ে দেওয়া জন্য সব কিছু করতে রাজি চাইলে গায়ের চামরা এবং  প্রানটাও   নিয়ে নিতে পারো কোন বাদা দিবোনা।    কারোন আমার কাছে  আমার জীবনের আর কোন মূল্য নেয়।    জানো খুব ইচ্ছে ছিল তোমাকে লাল শাড়ি পরাবো তোমার পাশে দাড়িয়ে বলবো এটা আমার বউ এটা আমার অরুনী। আমার জান আমার সুখপাখি!!!!!  তা হয় তো আমার স্বপ্নো তবে ইমনের স্বনো বলে কথা।  ইহা আর পূরণ হইবে না।  কারন অরুনী  ভুঝতে পেড়েছে ইমন তার জন্য অযোগ্য!  আমি শুনে খুব খুশি হইছি যে তুমি আমাকে  ভালোবেসে সুখি নও।  তুমি ও ঠিক এতো দিনে বুঝতে পেরেছো যে ইমনের কাছে তোমাকে সুখি করার মত কিছু নেয়।   তোমার দুটি কথার উওর দিতে আজ রাত চলে গেলো  আজ আর ঘুমানোর সময় নেই। তবে তুমি মনে রেখ তুমি মুক্ত তুমি স্বাধীন তোমাকে মুক্ত করে দিলাম আমি।  তুমি চোখে হাত দিয়ে দিখিয়ে দিলে আমার যায়গা কোথায়,,,,,,,  ভালো করে বুঝিয়ে দিলে আমি যে তোমার অযোগ্য,,,, আমি ওশিকার করছি  আমি আসলেই কোন ইনজেনিয়ার এর বোনের সাথে প্রেম করার অযোগ্য  তোমার বিয়ে হবে উচু বংশে!  ডাক্তার বা ইনজেনিয়ারের সাথে উচু দালানে থাকবে তুমি।   আর সেই মেয়ে এসেছে ইমন কে ভালোবাসতে,,,,,  লোকে বলবে কি?! তবে সব চেয়ে ভালোলাগেছে তুমি তোমার ভুল বুঝতে পেরেছো!   অনেক ভালোবাসি তোমায় তার পরেও বলছি ভুলে যাও আমায়  আমাকে ভুলে গেলে সুখি হবে"""""" পরিবারের সম্মান বাচবে """""তুমি হবে ভালো মেয়ে""""" কেউ তোমাকে আর খারাপ বলতে পারবে না"""আমাকে ভুলে গেলে তোমার জীবনটা আরো সুন্দর হবে।  যা তুমি কল্পোনা ও করতে পারবেনা।  আমাকে ভুলে গেলে হাসি  ফুঠবে তোমার বাবা মায়ের মুখে।     সুখি পরিবার গঠন হবে তোমার।  আমার ভালো মন মানসিকত আমার জন্য  অভিশাপ।,,,,,,,, 

ও খিদা লাগছে  আজ জোগে পানি টাও নেয়  অনতে ভুলে গেছি,,,,,,,,,,  ,,,,,,,,,,,,,,,,,,,,,,,,  ভুলো মন আমার কিছু যে খাইনি মনেই নেয়।।।।। যাক সকালে উঠে খেয়ে নিব। 


ভালো থেকো  নিজের খেয়াল রেখো। ,,,,,,,,,,,,,,,,,,



❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️💙❤️



অরুনী  আমি তোমার অপেক্ষায় আছি তুমি ভেবোনা যে আমি তোমাকে ভুলে  গেছি.....    আমি  হয়তো তোমাকে আর কখনেই ভুলতে পারবো না কারন তুমি আমার দেহ মন প্রান সব কিছু জুড়ে আছো.......আমি মনে মনে  ভাবি যে তুমি আমাকে ফোন করবে কোন না কোন একদিন ,,,,   ভিন্ন  নামে ভিন্ন পরিচয়ে হলেও।  আমি জানি তোমার দিন গুলো এভাবে যাবে না তুমি স্বাধীন  হয়ে যাবে।

সেই দিন আর বেশি দূরে নয় আর মাত্র ১২০দিন তুমি পরাধীন  থাকবে তার পর তোমার কাছেও থাকবে একটি স্মার্টফোন তোমার ও থাকবে একটি সিমর্কাট!

সেদিনও আমি থাকবো তোমার অপেক্ষায়!  তুমি হয়তো আমাকে ভুল বুঝেছো কারন তোমাকে  আমার সম্পকে যে যা বলেছে  সব আমাকে তোমার কাছ থেকে দুরে সরানোর জন্য বলেছে,,,,,,তবে তুমি  তোমার  একজন  বিশ্বাসী  ব্যক্তিকে দিয়ে  আমার সম্পকে  ভালো মন্দো যেনে নিও.... আমি খারাপ ছেলে নয়।  আমি এখনো তোমাকে দেখতে যাই আমি এখনো তোমায় নিয়ে স্বপ্নোদেখি।

আমি তোমাকে দেখতে গেলে তোমার হয়তো সমস্যা  হয় তবে আমি তোমাকে না দেখলে থাকতে পারিনা ৫২০খরচ হয় তোমাকে একবার দেখতে গেলে তার পরেও আমি তোমাকে দেখতে যাই,,, কারন তোমার প্রতি আমার  ভালোবাসার যে টান সেটা আমি আটকে রাখতে পারিনা।

তবে আমি কথা দিচ্ছি আমি তোমাকে যতোই  ভালোইবাসিনা কেন আমি তোমার  কোন খতি করবোনা,,,,, তাই তোমার ছবি গুলো দিয়ে দিয়েছি।

ভালোবাসিনা বলে ছবি দিয়ে দেই নাই।  তুমি হয়তো তোমার ছবি গুলো দেখেই বুঝতে পারছো আমি তোমার ছবি গুলো কতটা যত্নে রেখেছি।  তোমার দেওয়া ছবির ফ্রেমটি  টিস্যু দিয়ে  পেছিয়ে রেখেছিলাম যেন কোন দাগ না পরে।   তবে অরুনী  তুমি মনে রেখো তুমি কখনোই  আমার থেকে  দূরে যেতে পারবে না কারন তুমি যেখানে যাবে আমি সেখানেই  যাবো। তোমাকে চোখের আড়াল  হতে দিব না।

অরুনী  তুমি আমাকে ভালো-না-বাসলেও আমি তোমাকে ভালোবাসতে হবে।

কারন তোমার প্রতি আমার ভালোবাসাটা না থাকলে আমি এলোমেলো হয়ে যাই  আমার কোন কিছু ভালোলাগেনা,,,,,!

আমি তোমাকে কতটা ভালোবাসি সেটি আমি তোমাকে লেখার ভাষায় বলে বুঝাতে পারবো না।  

একদিন তোমাকে দেখার জন্য মনটা ভীষন  খারাপ হয়ে গিয়েছিল সেদিন রাতেও ঘুম হয়নি সকালে ০৬:১০ সময় গোসল করে মনিরামের  উদ্দেশে রওনা হই  ০৭:০০সময় সেখানে পৌছায়,,,,তারপর সেদিন তোমাকে ৩বার দেখেছি!  সন্ধা ০৫:২০বাড়ি আসলাম সারাদিন তোমার অপেক্ষায় ছিলাম প্রতিটি মিনিট  আমি  গুনে গুনে পার করে ছিলাম,,,,,,।

অপেক্ষার সময় গুলো কত কষ্টের যে অপেক্ষা  করেছে সে ছাড়া আর কেউ বুঝবেনা,,,,

আমি সিদ্ধান্ত  নিয়েছি তুমি আমাকে ভালো-না-বাসলেও আমি তোমাকে ভালোবাসবো এবং একসাইড লাভ করে যাবো।

অরুনী  তোমার প্রতি আমার অনুরোধ  তুমি আমার দেওয়া গল্পের বই গুলো পেলে দিওনা.....

তোমার ফ্রি সময়ে এই বই গুলো তুমি পইড়ো।

আর শুনো তুমি তোমার মত চলো আমার দিখে খেয়াল রাখার দরকার নেই।

তুমি তোমার জীবনকে  তোমার মত করে সাজাও। 

তোমার মত করো বাচো আমি তোমাকে ভালোবাসলেও তোমার পথের কাটা হয়ে দারাবোনা।   জানি তুমি ভালো-নাবেশে থাকতে পারবে না........!

যে তোমার মনের মানুষ হবে সে পৃথিবীর সব চেয়ে  সুখি মানুষ  হবে......

তোমার ভালোবাসার মানুষটি বেচে থাকুক অজীবন,,,,,,, 

আজ এই পর্যান্ত  এই থাক।

ভালোথেকো তুমি ভালো থাকুক তোমার আপন মানুষ গুলো যারা তোমার প্রচন্ড ভালোবাসা পাওয়া যোগ্য,,,,

যে অপেক্ষা  করতে পারে সাফল্য  তার।

এইটাই আমার বিশ্বাস............

অপেক্ষার শেষ নেয়..............


💙❤️💙❤️💙❤️❤️❤️💙❤️💙💙❤️💙❤️❤️❤️



প্রিয় অরুনী

এটি তোমাকে দেওয়া আমার তৃতীয়  চিঠি.....

জানিনা আমার আগের চিঠি গুলো তুমি যত্ন করে রেখেছো কিনা!

আর এটাও যানি না যে আমার আজকের লেখা এই চিঠিটি তোমার কাছে পৌছিয়ে  দিতে পারবো কিনা,,,,,,আর যদিও আমি অনেক কষ্ট শিকার করে  তোমার কাছে এই  চিঠি পৌছায়"""""""আমার এই লেখা কথা গুলো তুমি গুরুত্ব দিয়ে পরবে কিনা।

তবে তোমার প্রতি আমার অনুরোধ  আমার চিঠি চিরে পেলোনা..........

আমি জানি তুমি আমাকে অনেক ঘৃণা  কর। তবে আমার  ভীষন  জানতে ইচ্ছে করছে তুমি কেন আমাকে ঘৃনা কর???

যদি কখন আমার প্রতি দয়া হয় তাহলে একটু জানিয়ে দিও যাতে করে নিজেকে ভালো করার মত সঠিক সিদ্ধান্তটি নিতে পারি,,,,আর যেন কোন পরিচিত মানুষের ঘৃণার পাত্র না হতে হয়।

তোমার কাছে আমার প্রশ্ন......

কেন আমি তোমার ভালোবাসা হারাতে হল? যদি পার উত্তর  টি দিয়ে দিও।


অরুনী

তোমাকে আমার অনেক কিছু বলার আছে তবে লিখতে আসলেই আর মনে করতে পারিনা তাই না লেখাই থেকে যায় তোমাকে বলতে চাওয়া অনেক কথা~

তুমি আমাকে ঘৃণা কর এবং ভালোবাসোনা জানিয়ে দেওয়ার পরে ও আমি এখনো তোমাকে ঠিক সে আগের মতোই ভালোবাসি।

এখনো তোমার জন্য তোমাদের বাজারে গিয়ে অপেক্ষা  করি~~~~।

কিন্তু সবসময় তোমাকে দেখতে পাইনা কারন   তোমার আসা যাওয়ার সময় গুলো আমি মিলাতে পারছিনা,,,,  তোমার কাকির কাছে দেওয়া কল গুলো আর এখন  রিচিব হয়না।

তোমার সাথে যোগাযোগ করার সব রাস্তাবন্ধ ,,,,,,,

তাতে কি হয়েছে আমি মাসে ৪বার তোমাকে দেখতে যাই,,,,একবার না একবার তো তোমাকে দেখবোই,,,, তাতেই যতেষ্ট।

জানি আমি আর বেশি দিন তোমাকে দেখতে পারবো না তাই এখনকার  এই দেখার সুযোগ  গুলো হাত ছাড়া করতে চাইনা,,,,

আমি  আসলে হিসেব করেছি  যে তোমাকে আর কত দিন দেখতে পারবো। 


তোমাকে দেখার সুযোগ  পাবো ssc পরিক্ষার শেষ দিন পর্যান্ত....


তোমাকে দেখার সুযোগ  পাবো ssc পরিক্ষার শেষ দিন পর্যান্ত....

তার পরে আর তোমাকে আমার দেখা সম্বাব হবেনা,,, তার অনেক কারন  রয়েছে এতো কিছু তোমাকে  লিখে বলতে পারছিনা  তাই আমি দুঃখিত।

অরুনী

তুমি আমাকে ধোঁকাবাজ  বলেছিলে!  কথাটি শুনার পর আমার ভীষন  খারাপ লেগেছে,,,,, তবে যানিনা এসব কথা তোমার মনের কথা কি না।

যাই হো না কেন,,,,,,,,,,

আমার মনের   অবস্থানটা তুমি একবারও বুঝতে চাইলে না।

আরে আমি  তো তোমাকে কোন এভাবেই  ভুলতে পারছি না।  আর তাই তো এখনো মাসে ৪বার তোমাকে  দেখতে যাই.....

প্রতি বার তোমাকে দেখতে আমার সর্বনিম্ন  ২ঘন্টা  সময় বেয় হয় আর প্রতি বার  তোমাকে দেখতে গেলে সর্বনিম্ন  ৩৭০টাকা খরচ হয়।  এরপরেও কি  তুমি বলবে যে আমি ধোঁকাবাজ।   বল বলতে থাকো আমি কোন প্রতিবাদ  করবো না   আসলে প্রতিবাদ করার জন্য  প্রতিদন্দীর হতে হয়,,,,, আমি আসলে এখনো তোমার প্রতিদন্দী হয়ে উঠতে পারিনি।

২০১৬-০৯-১৯তারিক সকালে আমি

তোমাকে প্রথম  দেখি,,, আর তুমিও আমাকে সেই দিনেই প্রথম দেখে ছিলে তার পর ২০১৬-০৯-২২ তুমি আমাকে ভালোবাসি বলেছিলে  আর আমিও ঠিক সেদিনেই তোমাকে  ভালোবাসি বলেছিলা।

তারপর  থেকে দুজন দুজনকে কত স্বপ্নোইনা দেখিয়েছি,,,,,,, তার কোন হিসাব নেয়!  আর দেখো আমার কি পোরা কপাল তোমার দেখানো সব স্বপ্নো গুলি এক নিমিসেই তার দিক পরির্বতন করলো। আর তুমি আমাকে ছেড়ে চলে গেলে।

তবে তোমাকে আমি স্বার্থপর,   বেয়মান, মিথ্যাবাদী,  ধোঁকাবাজ,   কোন উপাধি এই দিতে চাই না। 

কারন  আমি প্রেম করার সময় তোমাকে যেই প্রতিশ্রুতি  দিয়ে ছিলাম সেটি হলো যে তুমি যদি আমাকে ভালোবাসো তাহলে তুমি   স্বাধীন থাকবে।  আর তোমার মনের ইচ্ছার বিরুদ্ধবাদিতা  করবোনা।  তাই আমি তোমাকে কখনো বলিনি কছম কারতে এবং আমাকে কখনো ছেড়ে যাবেনা এরোকম কোন প্রতিশ্রুতি দিতে....


প্রতিশ্রুতি দিতে বলিনি আমি শুধু বলেছিলা তোমার বলা কথা গুলো তুমি মনে রাখতে।

আমি জানিনা তুমি কতুটুকু মনে রেখেছো না রাখলোও আমার কিছু করার নেয়।

কারন আমি স্বাধীনতা বিশ্বাসী,,,,

আমি বলতে চাইনা তুমি  পরাধীন   হয়ে হলেও আমাকে ভালোবাসো।

তোমাকে ভুলতে পারছিনা আমার খুব কষ্টো হচ্ছে  তাতে আমার একটু খারাপ লাগছেনা কারন আমি তোমাকে এখনো ঠিক আগের মতোই ভালোবাসি। কারন তোমাকে ভালো-না-বাসলে আমার  মনোসিক অবস্থান  খুব খারাপ হয়ে যায়।

যদিও আমি এখন একসাইড লাভ করি।

আর একসাইড লাভ করে হলেও মন ভালো রাখার চেষ্টা করি। আর নিজে মনের মাঝে জাগ্রত রাখি তোমার জন্য ভালোবাসাটা।

আমি তোমাকে না পেলেও  যেই জন্য তেমাকে আমার হরাতে হয়েছে,,,,, তার চেয়ে ভালো কিছু করার পরিকল্পনা  করছি আশা করি বাস্তবায়ন  ও করবো।

আর আমি নিজে নিজে শপত করেছি তোমাকে ছাড়া আর কাউকে ভালোবাসবোনা~

তুমি হয়তো আমার মতো হবে না কারন  কয় দিন পরে তোমার আম্মুইয় তোমাকে  ফোন কিনে দিবে ছেলেদের নাম্বার দিবে আর বলবে কথা বল কথা বলে দেখ তোর ভালোলাগবে আরো বলবে ছেলেটার এই আছে সেই আছে গাড়ি,  চাকরি, দালান বাড়ি, সোনা গয়না আত্তো সম্পোতি  তো আছেই। আর দেখবে কিছুখন তুমি কথা বলবে আবার কিছুখন তোমার আম্মু কথা বলবে,,, আবার ছেলেটা বলবে আম্মু এবার একটু আপনার মেয়ের কাছে দেন কথা বলি!  আর তুমিতো++++মনে কিছু নিও না এটাই বস্তবতা।  দোয়া কইরো আমার আশা গুলো যেন পূরণ  করার সময় পাই।

অরুনী  আমি তোমাকে অনেক ভালোবাসি তবে  আর প্রোকাশ  করা হলো না। তোমার সাথে কথা বলা সুযোগ হরিয়েছি বলে। আমি তোমাকে যত দিন দেখতে পাই  ততদিনেই দেখতে যাবো।

❤️💙❤️💙❤️💙❤️💙❤️❤️💙❤️❤️💙💙💙💙


অরুনী আমি  এখন  এখানে যা লিখবো...... এবং পর্বে  অর্থাৎ  এর আগে আমি তোমাকে  যত চিঠি লিখেছি ~~~যত কথা লিখেছি   সমস্থ লেখাগুলি  লেখার আগে আমি শতবার মনে মনে ভেবেছি এবং মনে রাখার চেষ্টা করেছি লেখার আগ পর্যান্ত """"""জেগে ছিলাম অনেক রাত্রি ঘুমাতেও পারিনি  শুধু চটপট করে ছিলাম বিচানার উপরে ঘুম আসেনি আমার  শুধু তোমার জন্য একটা চিঠি লিখবো বলে।  রাতে তিনটা পর্যান্ত  বসে বসে তোমার জন্য চিঠি লিখেছি । এখানে লেখা  প্রত্যেকটি ওয়াড আমার কাছে খুবেই  গুরুত্বপূর্ণ ।  তুমি চাইলেই পারবে না আমার জন্য একটি চিঠি লিখতে!  কারন কারো জন্য  চিঠি লিখতে  হলে মনে সত্যিকারের ভালোবাসা থাকালাগে ।  তাকে নিয়ে সারাখন ভাবা লাগে।  আশা করি তুমি আমার লেখা কথা  গুলোকে গুরুত্বেরর সাথে পড়বে।   তুমি হয় তো কাউকে কখনো কোন চিঠি লিখনি যদি লিখতে তাহলে বুঝতে পারতে   মানুষ নিজের মনের কাছে কতটা  অসহায়ত্ব বোধ করলে চিঠি লেখার কথা চিন্তা করে ।   আচ্ছা তুমি বলতো অরুনী  তুমি আমার জন্য কখনো চিঠি লেখার কথা চিন্তা করেছো?  করতে পেরেছো পারোনাই কারন তোমার ভালোবাসাকে আমি যতটা নিজের  মনের ভীতরে বহন করতে পেরেছি তুমি ততটা পারো নাই ।  আমি তো তোমাকে ভালোবেসে  আজকের এই পর্যান্ত  ৯ মাস অপেক্ষা করেছি এবং ভবিষ্যৎতেও করবো,,,,,,,  আচ্ছা তুমি কত দিন পারবে?   তুমি কি পারবে কারো জন্য অপেক্ষা করতে?  পারবে না কারন তুমি আমার মত কখনোই হতে পারবে না।      কেনো পারবে না যদি কখনো তোমার সময় হয় আমাকে প্রশ্ন  কইরো আমি তোমাকে বলবো।    তুমি আমাকে একদিন প্রশ্ন  করে ছিলে কেন তুমি আমাকে ভালো-না-ভাসার পরেও আমি তোমাকে গল্পের বই উপহার দেই  কেন আমি তোমাকে হাত পাখা উপহার দেই কেন আমি তোমাকে ঘরি উপহার দেই কেন আমি তোমাকে ঘোড়া উপহার দেই কেন আমি তোমাকে টিস্যু  উপহার দেই। 



কেন তুমি আমাকে ভুলে যাওয়র পরেও আমি তোমার জন্য চিঠি লিখি.....সময় আসোক একদিন আমি তোমাকে সব খুলে বলবো যদি তোমার শুনার মত সময় হয় এবং ইচ্ছে থাকে। আমি জানি আমার কাছ থেকে চিঠি পাওয়ার এবং আমার  চিঠি গুরুত্ব দিয়ে পরার তোমার কোন ইচ্ছে নেয় তার পরেও আমি তোমার জন্য চিঠি।   তারপরেও আমি তোমাকেই  ভালোবেসে  যাই।  তারপরেও আমার যত আঁকা যত লেখালেখি  সবই তোমায় ঘিরে  তোমার  ভালোবাসাগুলি কালি হয়ে আজ হারালো আমার কলমের ভিরে।    আমি তোমাকে এর আগে যত চিঠি লিখেছি কোন চিঠিতেই ইতি লেখিনাই কারন আমি তোমাকে নিয়ে লেখা শেষ করতে পারবো না তাই যানিনা তোমার কাছে আমি আর চিঠি পৌছিয়ে দিতে পারবো কিনা! আর আমার এই চিঠি তুমি পাবে কিনা।  যদি পাও শুনেনিও আমার দেওয়া চিঠি দরা খেলে তোমার কাকির বিপদ হতে পারে......  আচ্ছা তুমি  কি পারবে আমার রাতজেগে কষ্ট করে লেখা কষ্টের এই চিঠি গুলো ছিড়ে পেলে তোমার কাকিকে নিরাপদ রাখতে ?  বিপদ মুক্ত করতে,,,,, পারবেতো? পারলে ---------পেল।  জানি তুমি আমাকে ভুলে গেছো কোন ভাবেই আমাকে আর তোমার মনে পরেনা কিন্তু জানিস আমি তোকে ভুলতে পারিনা রে........  আমার এই মনটা সব সময় তোর কথাই ভাবে। আমি আমর মনটাকে কত বার কত ভাবে বুঝিয়েছি সে কোন   ভাবেই বুঝ নেয়নি।  তার পরেও বলছি না তুই আমাকে ভালোবাস  শুধু   এতুটুকুই মনে রাখিস যে ইমন তোকে এখনো ভালোবাসে।  তোর জন্য আর হাতটা বাড়াতে পারি না কারন তুই যে আমার হাতটা আর কখনেই দরতে চাইবিনা তাই। কারন এখন তুই যেনে গেছিস আমি একজন গরিব আর তুই তো কখনোই গরীবকে ভালোবাসবিনা......... তুই এটাও যেনে গেছিস আমি কতটা গরিব  আমার কাছে যে তোকে সুখে রাখার  কোন  সম্বল নেয়।  তুই এটাও যেনে গেছিস আমার পড়ালেখা খুবেই কম!   তুইতো জীবনেও ভাবিসনি আমার মত একটা অশিক্ষিত কে ভালোবাসার কথা। তুইতো জীবনেও তোর সপ্নের কথা কারো কাছেই প্রকাশ করিসনি।   


আচ্ছা তুমি কি আমার চিঠির লেখার মাঝে থাকা প্রশ্নবোধক ?????? চিহ্ন  গুলো লক্ষ্য  করিস?


তবে হ্যা আমার তোমাকে পাবার মত কোন যোগত্যা নেয় এটা সবাই বলে আমিও বিশ্বাস করি আমার ভালোবাসা পাওয়ার যোগত্যা না থাকলেও   দূর থেকে  ভালোবাসার মত যোগত্যা আমার ঠিকেই আছে।  আমার সুন্দর সুস্থ একটি মন  আছে ।   আমি তোমাকে তখন যেমন ভালোবাসতাম এখন যেমনই ভালোবাসি। আমি যানি আমার এই ভালোবাসি ভালোবাসি কথাটি তোমার কাছে এখন অনেক বিরক্তিকর  মনে হয়।   তবে হ্যা তুমি এটা কখনোই ভেবোনা যে তুমি আমাকে ভালোবাসোনা তাই তুমি অন্যকে ভালোবাসলে আমি বাদা দিব।  আমি একদমেই এমন কিছু করবো না।   কারন আমি যানি  মন কাউকে চাইলে তাকে না পাওয়ার কত যন্ত্রনা।  আমি চাইবো তুমি আমাকে  ভালো-না-বাসলেও অন্য কাউকে ভালোবাস,,,,,, তোমার এই  সুন্দর জীবনের সুন্দর সময় গুলোকে সুন্দর ভাবে উপভোগকর। আমি তোমার কখনোই বাদা হয়ে দারাবো না।    তুমি তো স্টুডেন্ট  মানুষ চলার পথে  কাউকে   না কাউকে ঠিকেই পাবে তোমার কেয়ার করার মত।   আমি জানি তুমি আমাকে আর কখনোই মিস করবে না মনেও করতে চাইবে না তোমার জীবনের এইকয়েটা দিন।     




শুধু এতটুকু মনে রেখো অরুনী 


এই আমি তোমার জন্যে এই  অল্প সময়ের মধ্যে যত কথা যত ভাষা


লেখেছি এই কথা গুলোও


তোমার জন্যে কেহ লিখবে না


তুমি যদি কারো সাথে তোমার আমৃত্যু পর্যন্তও জীবনটা কাটিয়ে দাও।


এই অল্প সময়ের মধ্যে তোমার কারণে


তোমাকে নিজের করে পাবার জন্যে


তোমার সাথে যত কথা বলেছি


যত ভাবে বলেছি বুঝিয়েছি তুমি যদি কারো জন্যে তোমার কলিজাটাও ছিড়ে দাও সারাজীবন ধরেও এত কথা এধরণের কথা তুমি শুনতে পাবে না


বলবেও না কেহ তুমি শুনবেও না কখনোও।


তোমার সাথে কথা বলার জন্য আমি কত কৌশল  ব্যবহার  করেছি,,,  তুমি যখন চাইতে আমি তোমার সাথে তখনেই কথা বলেছি কখনো ব্যস্ততা  দেখাইনি। 



তোমার জন্যে যতটা সময় দিয়েছি নিজেকে ব্যস্ত রেখেছি নিজেকে তোমাতে গভীরভাবে মগ্ন রেখেছি তুমি যদি তোমার সবটুকুও দিয়েও কাও কে ভালোবাসো তবুও তোমার জন্যে


সারা জীবনেও কেহ এতটা গভীর থেকে ভাববে না ভালোবাসবে না তোমাকে।



এই আমি তোমাকে জীবনে পাবার জন্যে যতটা যতবার চোখের জল ঝরিয়েছি কষ্টে কষ্টে নিজেকে


মানসিক রোগী বানিয়ে ফেলেছি....





তুমি যদি তোমার শরীরের শেষ ফোটা রক্তটাও কাও কে দিয়ে ভালোবাসো


তবুও তোমার কারণে তোমার জন্যে


এই জলটুকুও ঝরাতে পারবে না,


পারবে না সারাজীবন ভালোবাসে গেলেও পারবে না।


তোমার জন্যে এই আমি ক’টা দিন


যতটা ভেবেছি তোমাকে যতটা কাছে ডেকেছি তোমার জন্যে বারবার  ছুটেছুটে গেছি,তোমার জন্যে যতটুকু


নিজেকে কষ্ট দিয়েছি এই এতটুকুও


তোমার জন্যে কেহ পারবে না তুমি যদি সারাটা জনমধরেও কাটিয়ে দাও


কোনো মানুষের সাথে তবুও পারবে না


তোমাকে কাছে পেয়েও না। 


অরুনী  আমি তোমাকে কখনো ভুলতে পারবো না।


অরুনী  আমি তোমাকে কখনো ছেড়েও যেতে পারবো না!


কারন আমি তোমার........ 


 ইমন বলে ডাক দেওয়া টা কে ভীষন  মিস করবো!


 তুমি আমাকে ছেড়ে যাবে না তো সেই কথাটি মিস.....করবো।


 মিস করবো ইমন আমি তোমাকে গিরে বাচতে চাই সেই কথাটিও,,,,,,


অরুনী  আমি মিস করবো  আমার কাছ থেকে তুমি  কিছ চেয়ে নিতে.....


এসএমএস করে বলতে ইমন খুব ইচ্ছে করে তোমার সাথে কথা বলতে! তোমার কি কথা বলার মত একটু সময় হবে?


আর আমিও  তোমাকে কখনো ব্যস্ততা  দেখাইনি।  আমি অনেক ব্যস্ত থাকার পরেও তুমি যখন কথা বলতে চাইতে আমি  তোমার সাথে তখনেই কথা বলতাম। যতক্ষণ  কথা বলতে চাইতে ততোক্ষণেই কথা বলতাম।  আমার ও তোমার কথা গুলো শুনতে খুব ভালো লাগতো তাই আমি মাঝে মাঝে তোমার কথা গুলো ভীষন  মনোযোগ  দিয়ে শুনতাম কিছুই বলতাম না আর তুমি তোমার কথা বলা শেষ করে বলতে এই হ্যালো কি হল  ইমন কিছুতো বলো আমি এখনো  ও তোমার ঔই ডায়লগ  টি আমি  মিস করি। 


মিস করি তোমার প্রতিদিন একেই সময়ে কল এবং এসএমএস দেওয়াটাকে,,,, তুমি হয়তো আর কখনো আমাকে কল"এসএমএস  করবে না।  তবে আমি তোমাকে কল এসএমএস না করলেও তোমাকে আমার মনের  ঘরের রানী বানিয়ে রাখবো অরুনী ।


অরুনী সারা পৃথিবীতে  একজন মাত্র সে হলো আমার অরুনী।   অরুনীর জন্য আমার যেই যায়গাটা আছে সেটা সারা জীবন তার জন্যেই থাকবে। তুমি আমাকে ঘিরে না বাচলেও আমি তোমাকে ঘিরেই বাচবো। 


নিজের  খেয়াল রেখ তোমার আম্মুর তুমি একমাত্র আদরের মেয়ে! তোমার আম্মু সাথে কখন রাগান্তিত হয়ে কথা বলোনা।  আমি জানি তোমার আম্মু আমারে অনেক বকে।  এতে তুমি বাদা দিতে যেওনা।   আর  সামনে তোমার মেট্রিক পরিক্ষা  ভালোকরে পড়ালেখা করবে যাতে করে ভালো রেজাল্ট  করতে পারো। মনে রেখ তুমি ভালো কিছু করতে পারলে  তুমি ভালো মানুষের বউ হতে পরবে।  আর শুন পড়ালেখা  বাদ দিওনা।  আজ এইপর্যান্ত  থাক   চোখে প্রচুর  ঘুম।  ঘুমে  চোখ জলতেছে। ভালো থেকো   আর শুনো আমার কথায় কষ্ট পেওনা এই কথা গুলোকে  পাগলে পালামো ভেবে নিও! আরো অনেক কথা আছে............. বলার জন্য অপেক্ষায় রইলাম....................


 অরুনী  আমি তোমার অপেক্ষায় আছি তুমি ভেবোনা যে আমি তোমাকে ভুলে  গেছি.....    আমি  হয়তো তোমাকে আর কখনেই ভুলতে পারবো না কারন তুমি আমার দেহ মন প্রান সব কিছু জুড়ে আছো.......আমি মনে মনে  ভাবি যে তুমি আমাকে ফোন করবে কোন না কোন একদিন ,,,,   ভিন্ন  নামে ভিন্ন পরিচয়ে হলেও।  আমি জানি তোমার দিন গুলো এভাবে যাবে না তুমি স্বাধীন  হয়ে যাবে। 

সেই দিন আর বেশি দূরে নয় আর মাত্র ১২০দিন তুমি পরাধীন  থাকবে তার পর তোমার কাছেও থাকবে একটি স্মার্টফোন তোমার ও থাকবে একটি সিমর্কাট!

সেদিনও আমি থাকবো তোমার অপেক্ষায়!  তুমি হয়তো আমাকে ভুল বুঝেছো কারন তোমাকে  আমার সম্পকে যে যা বলেছে  সব আমাকে তোমার কাছ থেকে দুরে সরানোর জন্য বলেছে,,,,,,তবে তুমি  তোমার  একজন  বিশ্বাসী  ব্যক্তিকে দিয়ে  আমার সম্পকে  ভালো মন্দো যেনে নিও.... আমি খারাপ ছেলে নয়।  আমি এখনো তোমাকে দেখতে যাই আমি এখনো তোমায় নিয়ে স্বপ্নোদেখি।

আমি তোমাকে দেখতে গেলে তোমার হয়তো সমস্যা  হয় তবে আমি তোমাকে না দেখলে থাকতে পারিনা ৫২০খরচ হয় তোমাকে একবার দেখতে গেলে তার পরেও আমি তোমাকে দেখতে যাই,,, কারন তোমার প্রতি আমার  ভালোবাসার যে টান সেটা আমি আটকে রাখতে পারিনা।

তবে আমি কথা দিচ্ছি আমি তোমাকে যতোই  ভালোইবাসিনা কেন আমি তোমার  কোন খতি করবোনা,,,,, তাই তোমার ছবি গুলো দিয়ে দিয়েছি। 

ভালোবাসিনা বলে ছবি দিয়ে দেই নাই।  তুমি হয়তো তোমার ছবি গুলো দেখেই বুঝতে পারছো আমি তোমার ছবি গুলো কতটা যত্নে রেখেছি।  তোমার দেওয়া ছবির ফ্রেমটি  টিস্যু দিয়ে  পেছিয়ে রেখেছিলাম যেন কোন দাগ না পরে।   তবে অরুনী  তুমি মনে রেখো তুমি কখনোই  আমার থেকে  দূরে যেতে পারবে না কারন তুমি যেখানে যাবে আমি সেখানেই  যাবো। তোমাকে চোখের আড়াল  হতে দিব না।

অরুনী  তুমি আমাকে ভালো-না-বাসলেও আমি তোমাকে ভালোবাসতে হবে।


কারন তোমার প্রতি আমার ভালোবাসাটা না থাকলে আমি এলোমেলো হয়ে যাই  আমার কোন কিছু ভালোলাগেনা,,,,,! 

আমি তোমাকে কতটা ভালোবাসি সেটি আমি তোমাকে লেখার ভাষায় বলে বুঝাতে পারবো না।   

একদিন তোমাকে দেখার জন্য মনটা ভীষন  খারাপ হয়ে গিয়েছিল সেদিন রাতেও ঘুম হয়নি সকালে ০৬:১০ সময় গোসল করে মনিরামের  উদ্দেশে রওনা হই  ০৭:০০সময় সেখানে পৌছায়,,,,তারপর সেদিন তোমাকে ৩বার দেখেছি!  সন্ধা ০৫:২০বাড়ি আসলাম সারাদিন তোমার অপেক্ষায় ছিলাম প্রতিটি মিনিট  আমি  গুনে গুনে পার করে ছিলাম,,,,,,।

অপেক্ষার সময় গুলো কত কষ্টের যে অপেক্ষা  করেছে সে ছাড়া আর কেউ বুঝবেনা,,,,

আমি সিদ্ধান্ত  নিয়েছি তুমি আমাকে ভালো-না-বাসলেও আমি তোমাকে ভালোবাসবো এবং একসাইড লাভ করে যাবো।

অরুনী  তোমার প্রতি আমার অনুরোধ  তুমি আমার দেওয়া গল্পের বই গুলো পেলে দিওনা.....

তোমার ফ্রি সময়ে এই বই গুলো তুমি পইড়ো। 

আর শুনো তুমি তোমার মত চলো আমার দিখে খেয়াল রাখার দরকার নেই।

তুমি তোমার জীবনকে  তোমার মত করে সাজাও।  

তোমার মত করো বাচো আমি তোমাকে ভালোবাসলেও তোমার পথের কাটা হয়ে দারাবোনা।   জানি তুমি ভালো-নাবেশে থাকতে পারবে না........!

যে তোমার মনের মানুষ হবে সে পৃথিবীর সব চেয়ে  সুখি মানুষ  হবে......

তোমার ভালোবাসার মানুষটি বেচে থাকুক অজীবন,,,,,,,  

আজ এই পর্যান্ত  এই থাক।

ভালোথেকো তুমি ভালো থাকুক তোমার আপন মানুষ গুলো যারা তোমার প্রচন্ড ভালোবাসা পাওয়া যোগ্য,,,,

যে অপেক্ষা  করতে পারে সাফল্য  তার।

এইটাই আমার বিশ্বাস............

অপেক্ষার শেষ নেয়..............

























Post a Comment

Previous Post Next Post