লেন্সের দুই পৃষ্ঠের বক্রতার কেন্দ্রের সংযোগকারী সরলরেখাকে লেন্সের প্রধান অক্ষ বলে।


সিনেমার পর্দা অমসৃণ হয় কেন?

সিনেমার পর্দা অমসৃণ রাখা হয় কারণ অমসৃণ পর্দায় বিক্ষিপ্ত প্রতিফলন ঘটে। নিয়মিত প্রতিফলনে প্রতিফলিত রশ্মি একদিকে যায় বলে শুধু একদিকে বসা দর্শক দেখতে পাবেন। কিন্তু বিক্ষিপ্ত প্রতিফলনে প্রতিফলিত রশ্মি চারিদিকে ছড়িয়ে পড়ে বলে বেশি দশর্ক দেখতে পায়। তাই সিনেমার পর্দা অমসৃণ হয়।

Post a Comment

Previous Post Next Post