কেরোসিন হচ্ছে এক ধরনের জৈব যৌগ। এটি একটি তরল দাহ্য পদার্থ, যা শিল্পক্ষেত্র এবং গৃহস্থালীতে জ্বালানি হিসেবে বহুল ব্যবহৃত হয়। এ ধরনের পদার্থে কার্বন রয়েছে এবং একে পোড়ালে কার্বন ডাই-অক্সাইড ও তাপ উৎপন্ন হয়।
কেরোসিন প্রকৃত পক্ষে বর্ণহীণ, কিন্তু এরোমেটিক্সের উপস্থিতির জন্য এর বর্ণ পাওয়া যায়।
কেরোসিনের ব্যবহার
কেরোসিন বিমানের জেট ইঞ্জিনগুলিতে (জেট ফুয়েল) এবং কিছু রকেট ইঞ্জিনে বহুল ব্যবহৃত হয়। এছাড়া এর বহুল ব্যবহার রয়েছে সাধারণত রান্না ও আগুন জালাতে জ্বালানী হিসাবে।
Tags
রসায়ন বিজ্ঞান
Post a Comment