অ্যামাইডের সাথে ব্রোমিন ও পটাশিয়াম হাইড্রোক্সাইড যোগ করে উত্তপ্ত করলে প্রাইমারি অ্যামিন উৎপন্ন হয়। এ বিক্রিয়াটি ‘হফম্যান-ডিগ্রেডেশন’ বিক্রিয়া (Hofmann degradation reaction) নামে পরিচিত। এই বিক্রিয়ায় উৎপন্ন অ্যামিনের কার্বন পরমাণুর সংখ্যা অ্যামাইডের কার্বন পরমাণুর সংখ্যা অপেক্ষা কম হয় বলে এই বিক্রিয়াকে ডিগ্রেডেশন বা ক্ষুদ্রাংশকরণ বিক্রিয়াও বলা হয়।


আরো পড়ুনঃ-

১। ক্যানিজারো বিক্রিয়া কাকে বলে? What is Cannizzaro reaction in Bengali?

২। পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে? কত প্রকার ও কি কি?

৩। মার্কনিকভের নিয়ম কি? What is Markovnikov's rule in Bengali?

৪। যুত বা সংযোজন পলিমারকরণ বিক্রিয়া কাকে বলে?

Post a Comment

Previous Post Next Post