সরকার হচ্ছে রাষ্ট্রের পরিচালক, যার মাধ্যমে রাষ্ট্রের যাবতীয় কার্যাবলি পরিচালিত হয়।
সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ উপাদান।

সরকারের তিনটি বিভাগ। যথা–

১। আইন বিভাগ,

২। শাসন বিভাগ ও

৩। বিচার বিভাগ।

আইন বিভাগঃ সরকারের যে বিভাগ আইন প্রণয়ন, পুরাতন আইনের সংশোধন ও পরিবর্তন করে তাকে আইন বিভাগ বলে। বিভিন্ন দেশে আইনসভার বিভিন্ন নাম হতে পারে। যেমন- বাংলাদেশে জাতীয় সংসদ, মার্কিন যুক্তরাষ্ট্রে কংগ্রেস, ব্রিটেনে পার্লামেন্ট ইত্যাদি।

শাসন বিভাগঃ রাষ্ট্রের শাসন সংক্রান্ত কার্যাবলি পরিচালনার দায়িত্ব যে বিভাগ পালন করে তাকে শাসন বিভাগ বলে।

বিচার বিভাগঃ সরকারের যে বিভাগ বিচার সংক্রান্ত কার্যাবলি পরিচালনার করে তাকে বিচার বিভাগ বলে।


আরো পড়ুনঃ-

১। মানবাধিকার বলতে কি বুঝ? মানবাধিকার দিবস কবে পালিত হয়?

২। সংবিধান কাকে বলে? সংশোধনের ভিত্তিতে সংবিধান কীরূপ?

৩। নির্বাচন বলতে কি বুঝায়? নির্বাচনের প্রকারভেদ।

৪। পিতৃতান্ত্রিক পরিবার বলতে কি বুঝায়?

৫। গণতন্ত্র বলতে কি বুঝায়? গণতন্ত্রের প্রকারভেদ ও গণতন্ত্রের বৈশিষ্ট্য।

৬। সমাজ বলতে কী বোঝায়? What is the meaning of society?

৭। রাজনৈতিক দল কি? রাজনৈতিক দলের লক্ষ্য ও বৈশিষ্ট্য।

৮। পরোক্ষ ও প্রত্যক্ষ নির্বাচন কাকে বলে?

৯। ইউনিয়ন ও জেলা পরিষদের আয়ের উৎস কী কী?

১০। পৌরসভা বলতে কি বুঝ? পৌরসভার কাজ।

১১। স্থানীয় সরকার ও স্থানীয় স্বায়ত্তশাসিত সরকার বলতে কী বুঝায়?

১২। গণতন্ত্র বলতে কি বুঝায়? গণতন্ত্রের প্রকারভেদ ও গণতন্ত্রের বৈশিষ্ট্য।

Post a Comment

Previous Post Next Post