শাখা-প্রশাখাের গায়ে যে চ্যাপ্টা সবুজ অঙ্গ সৃষ্টি হয় তাকে পাতা বা পত্র বলে।
পত্রের কাজ
পত্রের কাজ নিচে উল্লেখ করা হলো–
- পত্র সালোকসংশ্লেষণ প্রক্রিয়ায় খাদ্য তৈরি করে।
- পত্র কার্বন ডাইঅক্সাইড ও অক্সিজেন উদ্ভিদদেহে আদান-প্রদান করে।
- পত্র উদ্ভিদদেহের অতিরিক্ত পানিকে বাষ্পাকারে বাইরে বের করে দেয়।
Post a Comment