GSM ও CDMA এর মধ্যে পার্থক্য নিচে তুলে ধরা হলোঃ
GSM

  • GSM শব্দটির পূর্ণরূপ হচ্ছে Global System for Mobile Communication.
  • ডেটা ট্রান্সফার রেট ৫৬ kbps।
  • বিদ্যুৎ খরচ বেশি যা প্রায় ২ ওয়াট।
  • সেল কভারেজ এরিয়া ৩৫ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
  • আন্তর্জাতিক রোমিং সুবিধা আছে।
  • হ্যান্ডঅফ পদ্ধতি জটিল। ফলে অনেক ক্ষেত্রে কল বিচ্ছিন্ন হয়ে যায়।

CDMA
  • CDMA শব্দটির পূর্ণরূপ হচ্ছে Code Division Multiple Access.
  • ডেটা ট্রান্সফার রেট ১৫৪ - ৬১৪ kbps
  • বিদ্যুৎ খরচ কম যা প্রায় ২০০ মাইক্রোওয়াট।
  • সেল কভারেজ এরিয়া ১১০ কিলোমিটার পর্যন্ত বিস্তৃত।
  • আন্তর্জাতিক রোমিং সুবিধা নেই।
  • হ্যান্ডঅফ পদ্ধতি সহজ। ফলে সহজে কল বিচ্ছিন্ন হয় না।

Post a Comment

Previous Post Next Post