সিমপ্লেক্স এর বৈশিষ্ট্য
- সিমপ্লেক্স পদ্ধতিতে এক প্রান্ত কেবল ডেটা প্রেরণ করে এবং অপর প্রান্ত কেবল ডেটা গ্রহণ করে।
- এ পদ্ধতিতে ডেটার কেবলমাত্র একমুখী প্রবাহ সম্ভব।
- এ পদ্ধতি কতিপয় বিশেষায়িত ক্ষেত্রে ব্যবহার করা হয়।
- টেলিভিশ, রেডিও, পিএবিএক্স, কীবোর্ড ইত্যাদি সিমপ্লেক্স।
Post a Comment