তড়িৎদ্বার হলো ধাতব পরিবাহী যাদের বিগলিত তড়িৎবিশ্লেষ্যের মধ্যে প্রবেশ করিয়ে তড়িৎ প্রবাহের উদ্ভব ঘটানো হয় যেখানে একটি দিয়ে বিদ্যুৎ কোষে প্রবেশ করে এবং অপরটি দিয়ে বের হয়ে যায়।


লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহারের অসুবিধা লিখ।

লিথিয়াম-আয়ন ব্যাটারিতে দাহ্য প্রাকৃতির ইলেকট্রোলাইট অধিক চাপে থাকে। তাই এটি অবস্থাভেদে বিপদজনক হতে পারে। তাই এটিতে গঠনগত নিরাপদ ব্যবস্থা রয়েছে। তবুও কোনো কোনো কোম্পানির তৈরি লিথিয়াম আয়ন ব্যাটারি থেকে দুর্ঘটনার সংবাদে ঐ কোম্পানির লিথিয়াম আয়ন ব্যাটারির ব্যাচ বাজার থেকে তুলে নেয়া হয়েছে। লিথিয়াম-আয়ন ব্যাটারি ব্যবহার শেষে আগুনে ফেলা যাবে না। এতে বিস্ফোরণ ঘটবে।

Post a Comment

Previous Post Next Post