কার্যকারিতার দিক থেকে হাব প্রধানত দুই প্রকার। যথাঃ-

১। সক্রিয় হাব (Active Hub)

২। নিষ্ক্রিয় হাব (Passive Hub)

১। সক্রিয় হাব (Active Hub) : এসব হাব সংকেতের মানকে বৃদ্ধি করে এবং মূল সংকেত থেকে অপ্রয়োজনীয় সংকেত বাদ দিয়ে প্রয়োজনীয় সংকেত প্রেরণ করে। কোনো কোনো সক্রিয় হাব সংকেতকে স্বল্পমাত্রায় প্রসেসও করে থাকে। এ-জাতীয় অধিক ক্ষমতাযুক্ত হাবকে অনেক সময় Intelligent Hub বলা হয়।

২। নিষ্ক্রিয় হাব (Passive Hub) : এসব হাব কম্পিউটারগুলোর মধ্যে বসে তথ্য আদান-প্রদানে সহায়তা করে মাত্র; কিন্তু সংকেতের মানকে বৃদ্ধি করে না। সেই জন্য এসব হাব কোনো অপঃরাব ডিভাইসের সঙ্গে সংযুক্ত করে দেওয়া হয়।

Post a Comment

Previous Post Next Post