পরপর দুইটি সংখ্যার যোগফল পরবর্তী সংখ্যার সমানে হলে এ ধরনের সংখ্যাকে ফিবোনাক্কি সংখ্যা বলা হয়। যেমন- ০, ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪,......


ম্যাজিক বর্গ বলতে কী বোঝায়?

কোনো বর্গক্ষেত্রকে দৈর্ঘ্য ও প্রস্থ বরাবর সমান সংখ্যক ক্ষুদ্রতর ঘরে বিভক্ত করে সেই ঘরগুলোতে ক্রমিক স্বাভাবিক সংখ্যা এমনভাবে বসানো হয় যেন পাশাপাশি, উপর-নিচ অথবা কোনাকুনি সংখ্যাগুলি যোগ করলে যোগফল একই হয়, এরূপ বর্গকে ম্যাজিক বর্গ বলা হয়।

Post a Comment

Previous Post Next Post