স্বামী-স্ত্রী ও তাদের অবিবাহিত সন্তান-সন্ততি নিয়ে গঠিত পরিবারকে একক পরিবার বলে। এ পরিবার দুই পুরুষে আবদ্ধ। দুই পুরুষ হলো পিতা এবং অপ্রাপ্ত বয়স্ক সন্তান-সন্ততি। আমাদের দেশের শহর অঞ্চলের অধিকাংশ পরিবারই একক পরিবার।
পরিবারকে আয়ের একক বলা হয় কেন? ব্যাখ্যা কর।
পরিবারের সদস্যরা অর্থ উপার্জনের জন্য ঘরের বাইরে কাজ করে বলে বর্তমানে পরিবারকে আয়ের একক বলা হয়।
পরিবার ছিল এক সময়ের অর্থনৈতিক কার্যকলাপের মূল কেন্দ্রস্থল। তখন পরিবারের যাবতীয় প্রয়োজনীয় বস্তুগুলো গৃহেই উৎপাদন হতো। কিন্তু সময়ের প্রেক্ষাপটে বর্তমানে পরিবারের কাজগুলো মিল, কারখানা, দোকান, বাজার, ব্যাংক এসব প্রতিষ্ঠানের মাধ্যমে সম্পন্ন হচ্ছে।
Post a Comment