রসায়নের যে শাখায় কোনো রাসায়নিক দ্রব্যাদির উৎপাদন, ব্যবহার ও বর্জ্য ব্যবস্থাপনার জন্য টেকসই, নিরাপদ ও পরিবেশ বান্ধব পদ্ধতি নিয়ে আলোচনা করা হয় তাকে সবুজ রসায়ন বলে।
তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপের মান স্থির কেন?
সকল তীব্র ক্ষার ও তীব্র এসিড পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়ে যথাক্রমে সর্বাধিক OH- ও H+ আয়ন দেয়। সকল তীব্র এসিড ও তীব্র ক্ষারের মধ্যে প্রশমন বিক্রিয়ায় মূলত সত্যিকারের বিক্রিয়া হচ্ছেঃ
H+(aq) + OH-(aq) = H2O(l)
যেহেতু সকল তীব্র ক্ষার ও তীব্র এসিডের মধ্যে প্রকৃতপক্ষে একই বিক্রিয়া অনুষ্ঠিত হয়, সেহেতু সকল তীব্র এসিড ও তীব্র ক্ষারের প্রশমন তাপ ধ্রুব।
Post a Comment