হাব ও সুইচের মধ্যে পার্থক্য নিচে দেওয়া হলোঃ

হাব

  • নেটওয়ার্কের কম্পিউটারগুলোকে যুক্ত করার জন্য হাব ব্যবহৃত হয়।
  • হাবের তুলনামূলক দাম কম।
  • হাব নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে না।
  • হাবের কাজের গতি কম।
  • হাব কমসংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে।
  • হাবের কনফিগারেশন সহজ।

সুইচ

  • নেটওয়ার্কের সকল কম্পিউটারকে যুক্ত করতে সুইচ ব্যবহৃত হয়।
  • সুইচের মূল্য হাবের থেকে একটু বেশি।
  • সুইচ নির্দিষ্ট ঠিকানা অনুযায়ী তথ্য পাঠাতে পারে।
  • সুইচের গতি হাবের থেকে বেশি।
  • সুইচ হাবের তুলনায় বেশি সংখ্যক কম্পিউটার যুক্ত করতে পারে।
  • সুইচের কনফিগারেশন একটু জটিল।

Post a Comment

Previous Post Next Post