কোনো মৌলিক বা যৌগিক পদার্থের অণুতে যে পরমাণুগুলো থাকে তাদের আপেক্ষিক পারমাণবিক ভরকে নিজ নিজ পরমাণু সংখ্যা দিয়ে গুণ করে যোগ করলে প্রাপ্ত যোগফলকে ঐ অণুর আপেক্ষিক আণবিক ভর বলে। আপেক্ষিক আণবিক ভরকে সাধারণভাবে আণবিক ভর হিসাবে বিবেচনা করা হয়।

Post a Comment

Previous Post Next Post