আলোর কোয়ান্টাম তত্ত্ব অনুসারে, কোনো বস্তু থেকে আলো বা কোনো শক্তির নিঃসরণ নিরবচ্ছিন্নভাবে হয় না। শক্তি বা বিকিরণ ছিন্নায়িত অর্থাৎ গুচ্ছ গুচ্ছ আকারে প্যাকেট বা কোয়ান্টাম হিসেবে নিঃসৃত হয়। আলো তথা যে কোনো বিকিরণ অসংখ্য বিকিরণ কোয়ান্টার সমষ্টি। আলোর এই কণা বা প্যাকেট বা কোয়ান্টামকে ফোটন বলে।


ঘূর্ণায়মান বস্তু জড় কাঠামো নয় কেন?

ভূ-পৃষ্ঠের সাপেক্ষে সমবেগে গতিশীল সকল বস্তুর সাথে যুক্ত কাঠামোতে নিউটনের জড়তার সূত্র প্রযোজ্য, ফলে এরা প্রত্যেকে একটি জড় কাঠামো। কিন্তু ঘূর্ণায়মান বস্তুর ক্ষেত্রে বস্তুর গতির হ্রাস-বৃদ্ধি ঘটানোর জন্য মন্দন/ত্বরণ সৃষ্টি হয় ফলে এরা সমবেগে চলে না। তাই ঘূর্ণায়মান বস্তু জড় কাঠামো নয়।

Post a Comment

Previous Post Next Post