এসি সার্কিটের কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী কোণের ফেজ অ্যাঙ্গেলের ‘কোসাইন’ মানকে পাওয়ার ফ্যাক্টর (Power factor) বলে। একে cosθ দ্বারা প্রকাশ করা হয়। Power factor তিন প্রকার। যথা :
১. ইউনিটি পাওয়ার ফ্যাক্টর (Unity power factor);
২. ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর (Lagging power factor) এবং
৩. লীডিং পাওয়ার ফ্যাক্টর (Leading power factor)।
ল্যাগিং পাওয়ার ফ্যাক্টরঃ কোন সার্কিটের ক্যাপাসিটিভ লোডের চেয়ে Inductive লোডের পরিমাণ বেশি হলে ঐ সার্কিটের পাওয়ার ফ্যাক্টরকে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর (Leading power factor) বলে। ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর এ কারেন্ট ভোল্টেজের পিছনে থাকে।
Post a Comment