কম্পিউটার প্রযুক্তি নির্ভর অত্যাধুনিক ব্যবস্থার মাধ্যমে এখন খুব সহজেই ব্যবহারকারী তার গাড়িটিকে সার্বক্ষণিক মনিটরিং করতে পারেন। পাশাপাশি গাড়ির পূর্ণ নিরাপত্তাও দিতে পারেন। গাড়ি তথা ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেমের মাধ্যমে এটি সম্ভব হয়েছে। ফলে এখন গাড়ি চুরি হয়ে গেলেও তার অবস্থান সনাক্ত ও সেটি খুঁজে বের করা সম্ভব। এ রকম একটি আধুনিক প্রযুক্তি হলো এনট্র্যাক। এর মাধ্যমে জিপিএস বা গ্লোবাল পজিশনিং সিস্টেম (GPS - Global Positioning System), জিএসএম বা গ্লোবাল সিস্টেম ফর মোবাইল কম্যুনিকেশন্স (GMS - Global System for Mobile Communication) এবং জিআইএস বা জিওগ্রাফিক ইনফরমেশন সিস্টেম (GIS - Geographic Information System) এর সাহায্যে নেয়া হয়ে থাকে। জিএসএম প্রযুক্তির সাথে জড়িত রয়েছে GPRS প্রযুক্তিটি। এ মূল তিনটি প্রযুক্তি আলাদা পরিবেশে স্বাধীনভাবে কাজ করে এবং ভেহিক্যাল ট্র্যাকিং সিস্টেম অত্যাধুনিক সফটওয়্যারের মাধ্যমে এ তিনটি প্রযুক্তিকে সমন্বিত করে ডিভাইসটির ক্লায়েন্টের কাছে একটি পরিষ্কার ডিসপ্লে প্রদান করে থাকে।
এনট্র্যাক গাড়ির ভেতরে কোনো গোপন জায়গায় বসানো থাকে। এর ভেতর অন্যান্য যন্ত্রাংশের পাশাপাশি থাকে একটি মোবাইল ফোনের সিম কার্ড। গাড়ি চুরি হলে ব্যবহারকারীর মোবাইল ফোন থেকে তার গাড়িতে রাখা মোবাইল ফোনের সিম কার্ডের নম্বরে এসএমএস করলে চলন্ত গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যাবে এবং স্বয়ংক্রিয়ভাবে গাড়ির দরজা বন্ধ হয়ে যাবে। এরপর আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর (যেমন- গোয়েন্দা পুলিশ) অটোমেটিক ভেহিকল ট্র্যাকিং মনিটরিং ইউনিটে জানিয়ে দিলে তারা জিপিএস ও জিআইএস প্রযুক্তি ব্যবহার করে গাড়িটি কোথায় কি অবস্থায় আছে তা কম্পিউটারের পর্দায় দেখে অল্প সময়ের মধ্যেই গাড়িটি উদ্ধার করতে পারবে। হাতের কাছে কম্পিউটার বা পিডিএ থাকলে তাতে গাড়ির জন্য নির্ধারিত পাসওয়ার্ড ইনসার্ট করে এনট্র্যাকে ঢুকে গুগল আর্থের সাহায্যেও এনট্র্যাকের নিজস্ব ম্যাপে দেখা যাবে চোর গাড়িটি চুরি করে কোন পথ ধরে পালাচ্ছে।
Post a Comment