গ্লিসারিন একটি ট্রাইহাইড্রিক অ্যালকোহল (গ্লিসারল) বা ট্রাইঅল (প্রোপেন-1, 2, 3 ট্রাইঅল) যা বর্ণহীন, ঘন সিরাপের মতো মিষ্টি স্বাদযুক্ত তরল পদার্থ। চিনির ফারমেন্টেশন, তেল বা চর্বির আর্দ্র বিশ্লেষণ (ক্ষারীয় বা অম্লীয়), প্রোপিন হতে সংশ্লেষণ পদ্ধতিতে গ্লিসারিন তৈরি করা হয়। এই গ্লিসারিন একটি উন্নতমানের প্রসাধনী।

গ্লিসারিনের ব্যবহার
এর অনেক ব্যবহার রয়েছে। যথা–
(১) ঔষধ শিল্পে, লােশন ও গ্লিসারিন বাতি তৈরিতে গ্লিসারিন ব্যবহৃত হয়।
(২) নাইট্রোগ্লিসারিন (যা ডিনামাইট তৈরির প্রধান উপকরণ) প্রস্তুতিতে গ্লিসারিন ব্যবহৃত হয়।
(৩) মােটর গাড়ির হিমরােধক, ছাপার কালি, শেভিং লােশন ও প্লাস্টিক প্রস্তুতিতে গ্লিসারিন ব্যবহৃত হয়।

Post a Comment

Previous Post Next Post