বই রাখার তাক বা আলমারি
আমরা হয়ত অনেকে বই রাখার তাক খোজার চেষ্টা করছি। তাদের জন্য আমাদের আলমারি নিয়ে এই বিশেষ পোস্ট।
বাড়িতে বিভিন্ন বই রাখার জন্য আপনাদের জন্য তাকের ব্যবহার খুব দরকার ৷ ভালো কাঠ দিয়ে তাকটিকে বাঁধিয়ে নিলে কিন্তু অনেকরকম একটা চেহারা হবে সেটি ৷ আপনার আটপৌরে ভাবটা কেটে গিয়ে, তাতে একটা বাহারি লুক আসবে যা আপনার জন্য খুব ভালো ৷ এবার তাতে ইচ্ছেমতো বই রাখতে পারেন৷ (বইয়ের তাকের ডিজাইন)
ঐতিহাসিক বই PDF Download *Free*
তবে এমনভাবে সাজাবেন যাতে কিনা তাতে একটা নান্দনিক বোধ ফুটে তার মাঝে। ধরুন ওষুধ ইত্যাদি খোলা জায়গায় রাখার দরকার নেই৷ ওই তাকটিরই একটি অংশে ড্রয়ার মতো বানিয়ে নিন আপনার জন্য তাতে এই ধরনের দরকারি জিনিস রাখতে পারেন৷ তাকের খোলা অংশে মিউজিক সিস্টেম,শো-পিস, বই ইত্যাদি রাখুন৷ সুন্দর বই রাখার তাক এটি আপনার জন্য।(বই রাখার রেক)
Quraner Bani Bangla **2021*
- বইয়ের তাকের ডিজাইন
- সুন্দর বই রাখার তাক
- বই রাখার আলমারি
- কাঠের বুক সেলফ ডিজাইন
Post a Comment