২০২১ সালের মধ্যে ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষে সরকারি বিভিন্ন মন্ত্রণালয় অফিস আদালতে আইসিটি ব্যবহারের উপর গুরুত্ব আরোপ করেছেন। যাতে করে দেশের নাগরিক সেবা স্বচ্ছ ও সহজতর হয়। নিম্নে বিভিন্ন ধরনের সরকারি নাগরিক সেবার বর্ণনা দেওয়া হলো :

  • জাতীয় ওয়েব পোর্টাল : সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ নাগরিক তথ্য ও দিক নির্দেশনা এবং চাকুরির খবর জাতীয় ওয়েব পোর্টালে পাবলিশ করে থাকে। যা সহজেই জনগণের কাছে তথ্য পৌঁছে যায়। এরুপ ওয়েব পোর্টালের নাম হচ্ছে– www.bangladesh.gov.bd।
  • ই-পৰ্চা : জমি-জমা সংক্রান্ত বিভিন্ন দলিল এর সমস্যা ও দূর্নীতির রোধ করার জন্য সরকার ই-পর্চা সেবা চালু করেছেন। বর্তমানে দেশের ৩৪টি জেলায় ই-সেবা কেন্দ্র থেকে জমির প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে পারে।
  • ই-বুক : স্কুল, কলেজ ও মাদরাসার সকল পাঠ্যপুস্তক অনলাইনে সহজে প্রাপ্তির জন্য সরকারিভাবে একটি ই-বুক প্লাটফর্ম তৈরি করেছেন। যেমন– www.ebook.gov.bd।
  • ই-পুর্জি : আখ চাষিদের জন্য চিনিকলের পুর্জি (ইক্ষু সরবরাহের অনুমতিপত্র) স্বয়ংক্রিয়করণ করার লক্ষ্যে ই-পুর্জি সেবা চালু করা হয়েছে।
  • ই-স্বাস্থ্যসেবা : প্রত্যন্ত গ্রামাঞ্চলে যেখানে কোনো স্বাস্থ্যসেবা কেন্দ্র নেই, সেখানে জনগণের কাছে স্বাস্থ্যসেবা পৌছে দেওয়ার জন্য টেলিমেডিসিন সেবা কেন্দ্র গড়ে উঠেছে। সরাসরি বিশেষজ্ঞ ডাক্তারের সাথে ফোন করে স্বাস্থ্যসেবা পেতে পারে।

Post a Comment

Previous Post Next Post