পদ্মাসেতু রচনা হলো একটা গুরুত্বপূর্ণ রচনা। এটি একটি খুব সংক্ষিপ্ত এবং সহজ অনুচ্ছেদ রচনা। আমি মনে করি আপনি এটা আপনার জন্য পছন্দ করবেন। এই অনুচ্ছেদ রচনা মাত্র কিছু শব্দের। সমস্ত শ্রেণীর ছাত্র ও ছাত্রীরা এটি পড়তে এবং মনে রাখতে পারবে।


উক্ত রচনা পড়ে তোমরা অনেক কিছু ‍শিখতে পারবে। তাই পদ্মাসেতু অনুচ্ছেদ রচনা সম্পৃর্ণ পড়ার চেষ্টা করবে।

 পদ্মাসেতু


পদ্মসেতু বাংলাদেশের পদ্মা নদীর ওপর দিয়ে নির্মাণাধীন একটি সেতু। এ সত বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অংশের সাথে উত্তর-পূর্ব অংশের সংযােগ ঘটবে। স্বাধীনতা-উত্তর বাংলাদেশে সবচেয়ে বড় এই প্রকল্প। খুলে দেবে নতুন সম্ভাবনার দুয়ার। নির্মাণ কাজ শেষ হলো পদ্মা সেতুই। হবে বাংলাদেশের দীর্ঘতম সেতু। মূল সেতুর দৈর্ঘ্য হবে ৬ দশমিক ১৫ কিলােমিটার এবং প্রস্থ হবে ২১ দশমিক ১০ মিটার। এই সেতুটি হবে। দ্বিতল; উপর দিয়ে চলবে যানবাহন এবং নিচে চলবে ট্রেন। সেতুটি নির্মিত হবে কংক্রিট এবং স্টিল দিয়ে। সেতুর দুই পাশে ১২ কিলােমিটার। সংযােগ সড়ক নির্মিত হবে। বাংলাদেশ সেনাবাহিনী, বুয়েট এবং কোরিয়া এক্সপ্রেসওয়ে কর্পোরেশন অ্যান্ড অ্যাসােসিয়েটস সেতুর নির্মাণ কাজ তদারকি করবে। পদ্মা সেতুর রেল সংযােগ প্রকল্পে ১৪টি নতুন স্টেশন নির্মাণ এবং ৬টি বিদ্যমান স্টেশন উন্নয়ন ও অবকাঠামাে নির্মাণ করা। হবে। নতুন ১৪টি স্টেশন হলাে— কেরানীগঞ্জ, নিমতলা, শ্রীনগর, মাওয়া, জাজিরা, শিবচর, ভাজা জংশন, নগরকান্দা, মুকসুদপুর, মহেশপুর, লােহাগড়া, নড়াইল, জামদিয়া ও পদ্ম বিল। পদ্মাসেতু রচনা শিখতে পারবে।


এছাড়া অবকাঠামাে উন্নয়নের ৬টি স্টেশন হলাে- ঢাকা, গেন্ডারিয়া, ভাঙ্গা, কাশিয়ানী, রূপদিয়া ও সিজিয়া। মূল সেতুর পিলার হবে ৪২টি। এর মধ্যে নদীর মধ্যে ৪০টি ও নদীর দুই পাশে ২টি পিলার থাকবে। নদীর ভেতরের ৪০টি পিলারে ৬টি করে মােট ২৪০টি পাইল থাকবে। এছাড়া সংযােগ সেতুর দুই পাশের দুটি পিলারে ১২টি করে মােট ২৪টি পাইল থাকবে। পিলারের ওপর ৪১টি স্প্যান বসানাে হবে। সােনালি রং সুর্যের তাপ কম শােষণ করে বলে পদ্মা সেতুর রং হবে সােনালি। মূল সেতুর কাজ পেয়েছে চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি লিমিটেড এই সেতুর নিমাণ কাজ শেষ হলে এর স্থায়িত হবে ১০০ বছর পদ্মা সেতু বাংলাদেশের মানুষের একটি স্বপ্নের নাম, যা দেশের অর্থনীতির চেহারা পাল্টে দেবে এই সেতুর ফলে দেশের দক্ষিণাঞ্চলে গড়ে উঠবে ব্যাপক শিল্প কারখানা, গায়ে, গােডাউন প্রভৃতি। ব্যবসা-বাণিজ্যে আসবে নতুন গতি না। অনিশ্চয়তাকে পাশ কাটিয়ে নিজেদের টাকায় বাঙালির স্বর এখন বারের পথে সকলের আশা এই সেত অচিরেই বদলে দেবে দেশের উন্নত করবে মানুষের জীবনযাত্রা।

  • পদ্মা সেতু রচনা pdf download
  • পদ্মা সেতু রচনা pdf download


অনুচ্ছেদ রচনা:


Post a Comment

Previous Post Next Post