আজকে আপনাদের  আমরা কিভাবে অনলাইন থেকে অর্থ্যাৎ ওয়েবসাইট থেকে স্মার্ট কার্ড ডাউনলোড করার পদ্ধতি বা ওয়ে জানাবো। ১৮ বছর পার হয়ে গিয়েছে যাদের এবং আপনার জন্য জাতীয় পরিচয় পত্রের জন্য আবেদন করেছেন, তারা আজকে আমাদের ওয়েবসাইট থেকে আপনার স্মার্ট কার্ড  অনলাইন থেকে  ডাউনলোড করার শেখাবো। 

তাছাড়া আপনি যদি আপনার স্মার্ট কার্ডের মূল কপির জন্য অপেক্ষা করেন তাহলে অপেক্ষার সময় অনেক বেশি হয়ে যেতে পারে। তাই যে কোনো জরুরি প্রয়োজনে আপনি আপনার স্মার্ট কার্ডের অনলাইন কপি দিয়ে কাজ সমাধান করে নিতে পারেন। 



অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড


তাহলে চলুন আমরা এ বিষয়ে নিয়ে আপনাদের বিস্তারিত তথ্য দিয়ে জানিয়ে দিই এবং কোন কোন পদ্ধতি অনুসরণ করলে আপনারা আপনার স্মার্ট কার্ড অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড করতে পারবেন তা দেখে নিন।(অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড )

১.services.nidw.gov.bd ওয়েবসাইট

অনলাইন-থেকে-স্মার্ট-কার্ড-ডাউনলোড-করার-উপায়
স্মার্ট কার্ড ডাউনলোড করার উপায়



অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে আপনাকে services.nidw.gov.bd ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। তারপরে আপনারা উপরের দিকে অনেক গুলো অপশন পাবেন এবং সেই অপশন থেকে আপনাকে অন্যান্য তথ্য নামক একটি অপশনে যেতে হবে। সেখানে গেলে আপনারা ভোটার তথ্য নামক একটি অপশন পেয়ে যাবেন এবং সেই অপশনটির উপরে ক্লিক করে ফেলুন।



২.তিনটি ঘর পূরণ করতে হবে


অনলাইন-থেকে-স্মার্ট-কার্ড-ডাউনলোড-করার-উপায়
স্মার্ট কার্ড ডাউনলোড করার উপায়


তারপরে আপনার সামনে তিনটি ফাঁকা ঘর চলে আসবে এবং ফাঁকা তিনটি ঘর পূরণ করতে হবে। প্রথম ঘরে আপনারা ইতোমধ্যে যে এনআইডি কার্ড পেয়েছেন সেই এনআইডি কার্ডের নাম্বার বসাবেন। আর যদি এনআইডি কার্ড হাতে না পেয়ে থাকেন তাহলে আপনারা ভোটার আইডি কার্ডের জন্য যে নিবন্ধন করেছিলেন সে নিবন্ধন স্লিপ এর নাম্বারটি বসাবেন। তার নিজের জন্ম তারিখ এবং নিচের ক্যাপচা পূরণ করবেন সঠিকভাবে।(অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড )



৩.ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দেওয়া


অনলাইন-থেকে-স্মার্ট-কার্ড-ডাউনলোড-করার-উপায়
স্মার্ট কার্ড ডাউনলোড করার উপায়



Next ঘরে চলে  গেলে আপনারা যে ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিয়েছেন তা সেই নাম্বার অনুযায়ী আইডির মালিকের নাম এবং অন্যান্য সঠিক তথ্য আপনার সামনে চলে আসবে। সেই সাথে আপনারা 10 ডিজিটের একটি ন্যাশনাল সঠিক আইডি কার্ডের নাম্বার পাবেন এবং এই নাম্বারটি হল স্মার্ট কার্ডের আসল নাম্বার। আপনারা এই স্মার্ট কার্ড এর নাম্বারটি সংগ্রহ করে বা কপি করে রাখুন।☝☝☝☝☝



৪.রেজিস্ট্রেশন নামক  অপশন 

অনলাইন-থেকে-স্মার্ট-কার্ড-ডাউনলোড-করার-উপায়
স্মার্ট কার্ড ডাউনলোড করার উপায়



তারপরে আপনার সেখানে রেজিস্ট্রেশন নামক একটি অপশন পাবেন এবং সে অপশনে ক্লিক করে পরের ঘরে চলে যাবেন। সেখানে আপনাদের একটি বিশেষ অ্যাকাউন্ট খুলতে হবে। কারণ পরবর্তীতে আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার দিয়ে যেন কেউ অন্য এই অনলাইন কপি সংরক্ষণ or Copy না করতে পারে। তার জন্য আপনারা Claim নামক অপশনে ক্লিক করবেন।


তারপরে আপনাদের Next ঘরে গিয়ে আপনাদের এনআইডি কার্ডের নাম্বারটি দিতে হবে। এই কার্ডের নাম্বারটি আপনারা একটু আগে সংরক্ষণ করে রেখেছেন। তার Next ঘরে গিয়ে আপনার আবারও জন্মতারিখ দিন এবং ক্যাপচা সঠিকভাবে পূরণ করুন।(অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড )

অনলাইন-থেকে-স্মার্ট-কার্ড-ডাউনলোড-করার-উপায়
স্মার্ট কার্ড ডাউনলোড করার উপায়

অনলাইন-থেকে-স্মার্ট-কার্ড-ডাউনলোড-করার-উপায়
স্মার্ট কার্ড ডাউনলোড করার উপায়



অনলাইন-থেকে-স্মার্ট-কার্ড-ডাউনলোড-করার-উপায়
স্মার্ট কার্ড ডাউনলোড করার উপায়



অনলাইন-থেকে-স্মার্ট-কার্ড-ডাউনলোড-করার-উপায়
স্মার্ট কার্ড ডাউনলোড করার উপায়



৫.User Id And Password Create

অনলাইন-থেকে-স্মার্ট-কার্ড-ডাউনলোড-করার-উপায়
স্মার্ট কার্ড ডাউনলোড করার উপায়




অনলাইন-থেকে-স্মার্ট-কার্ড-ডাউনলোড-করার-উপায়
স্মার্ট কার্ড ডাউনলোড করার উপায়





Next ঘরে গিয়ে আপনারা স্থায়ী ঠিকানা এবং বর্তমান ঠিকানা  বসাবেন। তারপরে আপনাদের একটি ইউজার আইডি তৈরি করতে হবে এবং আর একটি পাসওয়ার্ড সেট করতে হবে। তাহলে আপনি ইউজার আইডি দিয়ে এবং পাসওয়ার্ড দিয়ে পরবর্তীতে আবার লগইন করে আবারো অনলাইন থেকে কপিটি সংগ্রহ করে রাখতে পারবেন। তারপরে আপনাদের পরবর্তী ঘরে একটি মোবাইল নাম্বার প্রদান করবে যে মোবাইল নাম্বারে একটি ছয় ডিজিটের ওটিপি বা Otp নাম্বার যাবে।☝☝☝☝☝


ওটিপি নাম্বার সংরক্ষণ করে আপনারা ফাঁকা ঘরে ওটিপি নাম্বার বসান। তার পরবর্তী ঘরে গিয়ে আপনারা একটি ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়ে নিবেন। অবশ্যই এই ওয়েবসাইটে ব্যবহার করেছে এমন কোন পাসওয়ার্ড এবং ইউজার নেম ব্যবহার করা যাবে না। আপনারা যেটা ব্যবহার করবেন সেটা অবশ্যই ইউনিক হতে হবে। তার পরের ঘরে চলে যাবেন এবং সেখানে গিয়ে আপনারা নিচে ডাউনলোড অপশন পাবেন। সেই ডাউনলোড অপশনে গিয়ে ক্লিক করলেই আপনারা জাতীয় পরিচয় পত্রের স্মার্ট কার্ডের অনলাইন কপি ডাউনলোড করতে সক্ষম হবেন।(অনলাইন থেকে স্মার্ট কার্ড ডাউনলোড )


তবে ইতোমধ্যে যদি আপনি 10 ডিজিটের একটি জাতীয় পরিচয় পত্র হাতে পেয়ে যান, তাহলে হয়তো আপনার সেই অনলাইন কপি ডাউনলোড করার কোন অপশন থাকবে না। এক্ষেত্রে শুধু আপনি আগের এনালগ কপি অর্থাৎ আগের ফরমের কপি ডাউনলোড করতে পারবেন। আশা করি এই পোষ্টের মাধ্যমে আপনারা স্মার্ট কার্ড ডাউনলোড করার পদ্ধতি জানতে পেরেছেন।

অনলাইন-থেকে-স্মার্ট-কার্ড-ডাউনলোড-করার-উপায়
স্মার্ট কার্ড ডাউনলোড করার উপায়

☝☝☝☝☝


Post a Comment

Previous Post Next Post