প্রশ্ন-১. কোন বয়সকে আমরা কৈশোরকাল বলে থাকি?
উত্তর : ১০-১১ থেকে ১৮-১৯ বছর বয়সকে আমরা কৈশোরকাল বলে থাকি।
প্রশ্ন-২. জননগ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে কোন গ্রন্থি?
উত্তর : জননগ্রন্থির কাজ নিয়ন্ত্রণ করে পিটুইটারি গ্রন্থি।
প্রশ্ন-৩. মেয়েদের দেহের পরিবর্তনের জন্য কোন হরমোন দায়ী?
উত্তর : মেয়েদের দেহের পরিবর্তনের জন্য ইস্ট্রোজেন হরমোন দায়ী।
প্রশ্ন-৪. ডিম্বাশয়ের পূর্ণতার জন্য দায়ী কোন হরমোন?
উত্তর : ডিম্বাশয়ের পূর্ণতার জন্য দায়ী গোনাডোট্রপিক হরমোন।
প্রশ্ন-৫. নির্দিষ্ট সময়ের পরে যৌন পরিবর্তন হলে তাকে কী বলে?
উত্তর : সময়ের পরে যৌন পরিবর্তন হলে তাকে বিলম্বিত পরিপক্ব বলে।
প্রশ্ন-৬. নির্দিষ্ট সময়ের আগে যৌন পরিবর্তন হলে তাকে কী বলে?
উত্তর : নির্দিষ্ট সময়ের আগে যৌন পরিবর্তন হলে তাকে অকাল পরিপক্ব বলে।
প্রশ্ন-৭. কোনটি দ্রুত পরিবর্তনের সময়?
উত্তর : বয়ঃসন্ধিকাল দ্রুত পরিবর্তনের সময়।
প্রশ্ন-৮. যৌন পরিবর্তন শিশুকে কীসে পরিণত করে?
উত্তর : যৌন পরিবর্তন শিশুকে পূর্ণবয়স্ক ব্যক্তিতে পরিণত করে।
প্রশ্ন-৯. কৈশোর কালের অন্য একটি নাম কী?
উত্তর : কৈশোর কালের অন্য একটি নাম বয়ঃসন্ধিকাল।
প্রশ্ন-১০. বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের কারণ কী?
উত্তর : বয়ঃসন্ধিকালে শারীরিক পরিবর্তনের কারণ হলো হরমোন।
প্রশ্ন-১১. হরমোন কী?
উত্তর : উচ্চ ক্ষমতা সম্পন্ন জৈব রাসায়নিক পদার্থই হলো হরমোন।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
কোনটি কৈশোরকালীন বয়স?
(ক) ১০/১১ - ১৪/১৫
(খ) ১০/১১ - ১৬/১৮
(গ) ১০/১১ - ১৮/১৯
(ঘ) ১০/১১ -১৯/২০
Post a Comment