সংলগ্নতা কী?

উত্তর : কোন বস্তুর সঙ্গে পানির অণুর লেগে থাকার বৈশিষ্ট্যকে বলা হয় সংলগ্নতা।


হৃদস্পন্দন কী?

উত্তর : হৃৎপিন্ডের একবার সিস্টোল-ডায়স্টোলকে একসাথে হৃদস্পন্দন বলে।


বিজ্ঞানী কার্টিস প্রস্বেদনকে কী নামে অভিহিত করেন?

উত্তর : বিজ্ঞানী কার্টিস প্রস্বেদনকে প্রয়োজনীয় ক্ষতি নামে অভিহিত করেন।


শিরা কি?

উত্তর : যেসব নালি দিয়ে রক্ত দেহের বিভিন্ন অংশ থেকে হৃৎপিন্ডে ফিরে আসে তাদের শিরা বলে।


ফ্লোয়েমগুচ্ছে কী কী থাকে?

উত্তর : সিভনল, সঙ্গীকোষ, ফ্লোয়েম প্যারেনকাইমা ও বাস্টফাইবার থাকে।


অ্যানজিনা কী?

উত্তর : হৃৎপিন্ডের রক্ত চলাচল কমে যাবার ফলে বুকে অনুভূত হয়। এই অবস্থাকে অ্যানজিনা বলা হয়।


রক্ত সংবহনতন্ত্র কী নিয়ে গঠিত?

উত্তর : রক্ত সংবহনতন্ত্র হৃৎপিণ্ড, ধমনি ও কৈশিকনালি নিয়ে গঠিত।


রক্ত বাহিকা কত প্রকার ও কীকী?

উত্তর : গঠন, আকৃতি ও কাজের ভিত্তিতে রক্ত বাহিকা তিন ধরনের। যথা: ১. ধমনি, ২. শিরা ও ৩. কৈশিক জালিকা।


কোন যন্ত্রের সাহায্যে রক্তচাপ মাপা হয়?

উত্তর : স্ফিগমোম্যানোমিটারের সাহায্যে রক্তচাপ মাপা হয়।


কোষরস কি?

উত্তর : কোষস্থ পানি ও পানিতে দ্রবীভূত খনিজ লবণকে একসাথে কোষরস বলে।


পত্ররন্ধ্রের মাধ্যমে কতভাগ প্রস্বেদন হয়?

উত্তর : পত্ররন্ধ্রের মাধ্যমে ৯০-৯৫% প্রস্বেদন হয়।

Post a Comment

Previous Post Next Post