কীবোর্ড শর্টকাটগুলি ব্যবহারের ফলে আপনার সময় ব্যাপকভাবে বাড়তে পারে, এতে আপনার জীবনে অনেক উন্নতি হবে। এবং আপনি দ্রুত কাজ করতে পারবেন। উদাহরণস্বরূপ, আপনার কোন content অনুলিপি করতে আপনি যদি মাউস ব্যবহার করেন তাহলে আপনাকে মাউস সরাতে হবে এবং চাপতে হবে । কিন্তু আপনি যদি কীবোর্ড ব্যবহার করেন তাহলে শুধু Ctrl + C শর্টকাটটি চাপতে হবে ।

নীচের শীর্ষ কীবোর্ড শর্টকাটগুলি আমাদের প্রত্যেকের মনে রাখা এবং ব্যবহার করা প্রয়োজনীয়।

Ctrl + C বা Ctrl + Insert এবং Ctrl + X

Ctrl + C এবং Ctrl + Insert এই দুইটি শর্টকাট text হাইলাইট করতে বা একটি নির্বাচিত আইটেম অনুলিপি করতে ব্যবহার করা হয় । যদি আপনি এটি অনুলিপি করার পরিবর্তে এটি cut করতে চান তবে Ctrl + X চাপুন। এই পদক্ষেপটি text বা আইটেমটি মুছে ফেলে এবং আপনার জন্য কীবোর্ড এটি সঞ্চয় করে।

অ্যাপল কম্পিউটার ব্যবহারকারীদের কম্পিউটারে জন্য Cmd কী ব্যবহার করতে হবে। উদাহরণস্বরূপ, Cmd+C text হাইলাইট  এবং কপি করতে টিপুন।

Ctrl+V অথবা Shift+Insert

Ctrl+V এবং Shift+Insert উভয় কীবোর্ড শর্টকাট সংরক্ষিত পাঠ্য বা বস্তু পেস্ট করতে ব্যবহার করা হয় ।

অ্যাপল কম্পিউটারের ক্ষেত্রে Ctrl এর  পরিবর্তে Cmd ব্যবহার করুন যেমন Cmd+V ।

Ctrl+Z এবং Ctrl+Y

Ctrl+Z এই কীবোর্ড শর্টকাটটি চাপলে কোন কিছু পরিবর্তন হলে তা পূর্বাবস্থায় ফিরিয়ে আনবে। এবং কোন কিছু কেটে গেলে তা পূর্বাবস্থায় ফিরিয়ে আনে । উদাহরণস্বরূপ, আপনি যদি ভুল বশত কোন text কেটে ফেলেন তবে এই কী সংমিশ্রণটি চাপিয়ে text টি পূর্বাবস্থায় ফিরিয়ে আনতে পারবেন। এই শর্টকাটগুলি undo বা redo করতে একাধিকবার  চাপানো যেতে পারে। Ctrl+Y key চেপে Undo কে Redo করতে পারবেন ।

অ্যাপল কম্পিউটারগুলিতে, Cmd+Z এবং Cmd+Y ব্যবহার করে Undo এবং Redo করতে পারবেন ।

প্রয়ােজনীয় Shortcut Key Board কমান্ড সমূহঃ


New (Ctrl+N) = নিউ বা নতুন ডকুমেন্ট এ যাওয়ার জন্য।
Save (Ctrl+S) = ডকুমেন্ট সেভ বা সংরক্ষণ করার জন্য।
Open (Ctrl+O) = কোন ডকুমেন্ট খােলা বা ওপেন করার জন্য।
Close (Ctrl+W) = ডকুমেন্ট বন্ধ বা ক্লোজ করার জন্য।
Undo (Ctrl+Z) = মুছে যাওয়া লেখা বা ডকুমেন্ট সাথে সাথে ফিরিয়ে আনার জন্য।
Redo (Ctrl+Y) = মুছে যাওয়া লেখা বা ডকুমেন্ট সাথে সাথে ফিরিয়ে আনার পর আবার পূর্ব অবস্থায় নিয়ে যাওয়ার জন্য।
Cut (Ctrl+X) = ডকুমেন্ট এর কোন অংশ সরিয়ে অন্য স্থানে বসানোর জন্য।
Copy (Ctrl+C) = ডকুমেন্ট এর কোন অংশ হুবহু নকল করা বা কপি করার জন্য।
Paste (Ctrl+V) = কার্ট বা কপি কমান্ডকে কার্যকর করার জন্য পেষ্ট কমান্ড দিতে হবে।
Bold (Ctrl+B) = লেখার কোন নিদিষ্ট অংশকে সিলেক্ট করে এই কমান্ড দিলে Bold বা গাঢ় হবে।
Italic (Ctrl+I) = লেখার কোন নির্দিষ্ট অংশ সিলেক্ট করে Italic কমান্ড দিলে Italic হবে।
Underline (Ctrl+U) = লেখার কোন নির্দিষ্ট অংশ সিলেক্ট করে Underline কমান্ড দিলে Underline হবে।
Double Underline (Ctrl+Sh+D) = লেখার কোন নিদিষ্ট অংশ সিলেক্ট করে Double Underline কমান্ড দিলে Double Underline হবে।
Align Left (Ctrl+L) = বাম দিক থেকে লেখা শুরু করতে হলে Align Left কমান্ড দিতে হবে।
Align Center (Ctrl+E) = মাঝ থেকে লেখা শুরু করতে হলে Align Center কমান্ড দিতে হবে।
Align Right (Ctrl+R) = ডান দিক থেকে লেখা শুরু করতে হলে Align Right কমান্ড দিতে হবে।
Justify (Ctrl+J) = ডকুমেন্টের দুই পার্শ্বে লেখা সমান করতে হলে Justify কমান্ড দিতে হবে।
Print (Ctrl+P) = ডকুমেন্ট ছাপানাের জন্য কীবাের্ড কমান্ড দিয়ে প্রিন্ট করা যায়। এজন্যে কম্পিউটারের সাথে প্রিন্টারটি সঠিকভাবে সংযােগ দেয়া থাকতে হবে।

Post a Comment

Previous Post Next Post