Home দূরে আছো তাই বলে কি নিভৃতে ও ভালোবাসো না আমায়? Rifat Hasan Rabbi December 20, 2021 0 Comments Facebook Twitter দূরে আছো তাই বলে কি নিভৃতে ও ভালোবাসো না আমায়?তোমার মন খারাপেও কি আমায় মনে পড়ে না?তোমার ওই হাত কখনোই কি আমায় ভালোবাসো এই কথাটি আঁকতে চায়না?তোমার কাছে কি ভালোবাসা সত্যিই অচেনা?তোমার ওই মনের ভালোবাসা পাওয়াটা যেন এখন খুব কঠিন হয়ে গেছে,,,,!ভালবাসাহীন শীতার্ত এই হৃদয়ে শুধু তোমার অনুভব তবুও আমি তুমি হীন একাকী। Facebook Twitter
Post a Comment