প্রশ্ন-১। পুরুষ অর্থ কি?
উত্তরঃ পুরুষ অর্থ ব্যক্তি বা বস্তু।
প্রশ্ন-২। ব্যাকরণের ভাষায় পুরুষ কাকে বলে?
উত্তরঃ বিশেষ্য ও সর্বনামের বিভিন্ন প্রকৃতিকে পুরুষ বলে।
প্রশ্ন-৩। পুরুষ কয় প্রকার ও কী কী?
উত্তরঃ পুরুষ তিন প্রকার। যথাঃ– ক) উত্তম পুরুষ; খ) মধ্যম পুরুষ ও গ ) নাম পুরুষ।
- উত্তম পুরুষ : বাক্যে বক্তা যখন নিজের সম্পর্কে কোনো কিছু বলে, তখন তাকে উত্তম পুরুষ বলে। যেমন– আমি স্কুলে যাই। এখানে ‘আমি’ উত্তম পুরুষ।
- মধ্যম পুরুষ : বাক্যে যাকে সম্বোধন করে কোনো কিছু বলা হয়, তাকে ‘মধ্যম পুরুষ’ বলে। যেমন– তোমার নাম কী? এখানে ‘তোমার’ শব্দটি মধ্যম পুরষ।
- নাম পুরুষ : ‘আমি’ ও ‘তুমি’ বাচক শব্দ ছাড়া সকল বিশেষ্য ও সর্বনাম পদকেই ‘নাম পুরুষ’ বলে। যেমন– সে স্কুল যায়। এখানে ‘সে’ শব্দটি নাম পুরুষ।
প্রশ্ন-৪। প্রথম পুরুষের অন্য নাম কি?
উত্তরঃ নাম পুরুষ।
প্রশ্ন-৫। কর্তার পুরুষের পরিবর্তন বাক্যস্থিত কোন পদের রূপের পরিবর্তন ঘটায়?
উত্তরঃ ক্রিয়াপদের।
প্রশ্ন-৬। তিনি কোন পুরুষের কোন রূপ?
উত্তরঃ নাম পুরুষের সম্ভ্রমাত্মক রূপ।
প্রশ্ন-৭। ভবিষ্যৎ অর্থে অনুজ্ঞা পদ কোন পুরুষে সীমাবদ্ধ?
উত্তরঃ মধ্যম পুরুষ।
প্রশ্ন-৮। ক্রিয়ার পুরুষ কোন তত্ত্বের আলোচ্য বিষয়?
উত্তরঃ রূপতত্ত্ব।
বহুনির্বাচনি প্রশ্ন ও উত্তর
১। কোনটি উত্তম পুরুষ?
ক) তুমি খ) তিনি
গ) আমি ঘ) এরা
২। মধ্যম পুরুষের উদাহরণ কোনটি?
ক) আমি খ) তুমি
গ) সে ঘ) আমরা
উত্তরঃ-
১ : খ); ২ : খ);
Post a Comment