যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয়, তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ।


অনুদৈর্ঘ্য তরঙ্গ ও অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য কি?

অনুদৈর্ঘ্য তরঙ্গ ও অনুপ্রস্থ তরঙ্গের মধ্যে পার্থক্য নিম্নরূপ-

অনুদৈর্ঘ্য তরঙ্গ

  • যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমান্তরালে অগ্রসর হয়, তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। শব্দ তরঙ্গ অনুদৈর্ঘ্য তরঙ্গের উদাহরণ।
  • তরঙ্গ প্রবাহে মাধ্যমের সংকোচন ও প্রসারণ সৃষ্টি হয়।
  • মাধ্যমে এর সমবর্তন বা পোলারায়ণ ঘটে না।

অনুপ্রস্থ তরঙ্গে

  • যে তরঙ্গ কম্পনের দিকের সাথে সমকোণে অগ্রসর হয়, তাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলে। পানির তরঙ্গ, আলোক তরঙ্গ ইত্যাদি অনুপ্রস্থ তরঙ্গের উদাহরণ।
  • তরঙ্গ প্রবাহে মাধ্যমের তরঙ্গ শীর্ষ বা তরঙ্গপাদ সৃষ্টি হয়।
  • মাধ্যমে এর সমবর্তন বা পোলারায়ণ ঘটে।

Post a Comment

Previous Post Next Post