সূত্র কাকে বলে?

উত্তর : পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে প্রমাণিত তত্ত্বকে উক্তির মাধ্যমে প্রকাশ করাকে সূত্র বলে।


সকল পরিমাপ ত্রুটিযুক্ত ব্যাখ্যা কর।

উত্তর : পরীক্ষাগারে কোনো রাশির মান নির্ণয় করতে হলে পরিমাপ করতে হয়। পরিমাপ কখনোই নির্ভুল হয় না। পরিমাপে সঠিক পাঠ না পাওয়ার কারণ পরীক্ষণে ত্রুটি থাকে।

সাধারণত পরিমাপের ক্ষেত্রে, যান্ত্রিক ত্রুটি, লেভেল ত্রুটি, লঘিষ্ঠ গণন ত্রুটি ইত্যাদি ত্রুটি হয়ে থাকে। সতর্কতার সাথে পরীক্ষণ সম্পন্ন করলে এসব ত্রুটি এড়ানো সম্ভব। কিন্তু কিছু ত্রুটি রয়েছে, যা পরিমাপে কখনোই এড়ানো সম্ভব নয়। এ রকম ত্রুটি প্রায় সব পরীক্ষণে কম বেশি হয়ে থাকে, উদাহরণস্বরুপ : এলোমেলো ত্রুটি। এসব ত্রুটির মান সতর্কতার দ্বারা কমানো সম্ভব নয়। তাই সকল পরীক্ষণে ত্রুটি বিদ্যমান।

Post a Comment

Previous Post Next Post