দিনরাত্রির সংঘটনের কারণ : পৃথিবীর আহ্নিক গতির জন্য দিনরাত্রি সংঘটিত হয়।

দিনরাত্রির হ্রাস-বৃদ্ধির কারণ : সূর্যকে প্রদক্ষিণকালে পৃথিবী নিজ কক্ষপথের সঙ্গে ৬৬.৫° কোণে হেলে এবং নিজ মেরুরেখার অবস্থান সমান্তরাল রেখে অবিরত স্থান পরিবর্তন করছে। ফলে পৃথিবীর একটি গোলার্ধ অধিকতর স্থান বেশি আলো পেয়ে দিনের পরিমাণ বৃদ্ধি এবং স্বল্প পরিসর স্থান সূর্যের আলো থেকে বঞ্চিত থাকার ফলে রাত্রির পরিমাণ হ্রাস পায়। অপর গোলার্ধ সূর্য থেকে দূরে থাকে বলে স্বল্প পরিসর স্থানে সূর্যের আলো পড়ে এবং অপেক্ষাকৃত অধিকতর স্থান সূর্যের আলো থেকে বঞ্চিত থাকে। ফলে উক্ত গোলার্ধে দিনের পরিমাণ হ্রাস পায় এবং রাত্রির পরিমাণ বৃদ্ধি পায়।

Post a Comment

Previous Post Next Post