সমুদ্র উপকূলে লবণাক্ত ও কর্দমাক্ত মাটিতে উদ্ভিদের প্রধান মূল হতে ছোট ছোট ছিদ্রযুক্ত শাখা মূল মাটির উপরে খাড়াভাবে উঠে আসে। এ ধরনের রূপান্তরিত মূলকে শ্বাসমূল বা নিউমাটোফোর বলে।


নিউমাটোফোরের বৈশিষ্ট্য

নিউমাটোফোরের বৈশিষ্ট্য নিম্নরূপ :

i. নিউমাটোফোরের ভেতরে বায়ুকুঠুরি থাকে এবং সে কুঠুরিতে বায়ু (O2) ধরে রাখতে পারে।

ii. নিউমাটোফোরের কারণে মূল ও বাইরের পরিবেশের সাথে গ্যাসের বিনিময় সহজ হয়।


আরো পড়ুনঃ-

১। অপুষ্পক উদ্ভিদ কাকে বলে? অপুষ্পক উদ্ভিদ কত প্রকার ও কি কি?

২। নগ্নবীজী উদ্ভিদ কাকে বলে? নগ্নবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য কি কি?

৩। আবৃতবীজী উদ্ভিদ বা অ্যানজিওস্পার্ম কাকে বলে? আবৃতবীজী উদ্ভিদের বৈশিষ্ট্য।

৪। ম্যানগ্রোভ উদ্ভিদ এবং চিরহরিৎ উদ্ভিদ বলতে কী বোঝায়?

৫। ম্যানগ্রোভ বনাঞ্চল কাকে বলে?

৬। পার্থেনিয়াম (Parthenium) কি?

৭। বেলেডোনা কি? What is Belladonna in Bengali?

Post a Comment

Previous Post Next Post