আতশবাজি হলো গন্ধক, পটাশিয়াম সাইট্রেট ও কাঠকয়লার গুঁড়ার মিশ্রণ। এতে বেরিয়াম মিশিয়ে সবুজ রং এবং স্ট্রেন্টিয়াম মিশিয়ে হলুদ রং করা হয়। বিভিন্ন অনুষ্ঠান ও উৎসব উদযাপনের জন্য আতশবাজি ব্যবহৃত হয়।


হীরক বিদ্যুৎ অপরিবাহী কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবাহী কেন?

হীরক এবং গ্রাফাইট উভয়ই কার্বনের দুটি রূপভেদ, কিন্তু গ্রাফাইট বিদ্যুৎ পরিবহন করলেও হীরক করে না। কারণ হীরকে প্রতিটি কার্বন পরমাণু অপর চারটি কার্বন পরমাণুর সাথে সমযোজী বন্ধন গঠন করে ফলে এতে কোনো মুক্ত ইলেকট্রন থাকে না। অপরদিকে গ্রাফাইটে প্রতিটি কার্বন পরমাণু অপর তিনটি কার্বন পরমাণুর সাথে বন্ধন গঠন করে। ফলে এতে বিদ্যমান মুক্ত ইলেকট্রনটি বিদ্যুৎ পরিবহনে সহায়তা করে।

Post a Comment

Previous Post Next Post