তৃতীয় অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ও নৈতিক ব্যবহার

১. ম্যালওয়্যার কি?

ক) ভালো সফটওয়্যার

খ) হার্ডওয়্যার

গ) ভাইরাস

ঘ) ক্ষতিকর সফটওয়্যার

সঠিক উত্তর : ঘ


২. রনির মোবাইল ফোনে বিপুল পরিমাণ অর্থ প্রাপ্তির একটি অমূলক ম্যাসেজ আসে, ম্যাসেজটি কি ধরনের অপরাধ এর অন্তর্ভুক্ত?

ক) সাইবার    খ) ব্লাক হ্যাট

গ) ইথিক্যাল    ঘ) ভাইরাস

সঠিক উত্তর : ক


৩. সাইবার নিরাপত্তা নিশ্চিত করতে মানুষ এবং যন্ত্রকে আলাদা করার জন্য নিচের কোনটি ব্যবহার করা হয়?

ক) শক্তিশালী পাসওয়ার্ড

খ) এন্টিভাইরাস

গ) পাসওয়ার্ড ম্যানেজার

ঘ) সংখ্যা ও বর্ণের ক্যাপচা

সঠিক উত্তর : ঘ


৪. নিচের কোনটিকে ম্যালওয়্যার বলা হয়?

ক) এডওয়্যার    খ) মরিসওয়ার্ম

গ) স্পাইওয়্যার    ঘ) সবগুলো

সঠিক উত্তর : ঘ


৫. কম্পিউটারে কত ধরনের প্রোগ্রামগুচ্ছ থাকে?

ক) ২    খ) ৪

গ) ৬    ঘ) ৮

সঠিক উত্তর : ক


৬. এথিক্যাল হ্যাকার হলো?

ক) ব্ল্যাক-হ্যাট হ্যাকার

খ) হোয়াইট-হ্যাট হ্যাকার

গ) ব্লু-হ্যাট হ্যাকার

ঘ) গ্রে-হ্যাট হ্যাকার

সঠিক উত্তর : খ


৭. পাসওয়ার্ড নিরাপত্তায় আমাদের—

i. দীর্ঘ পাসওয়ার্ড ব্যবহার করতে হবে

ii. জটিল ধরনের পাসওয়ার্ড ব্যবহার করতে হবে

iii. নিয়মিত পাসওয়ার্ড পরিবর্তন করতে হবে

নিচের কোনটি সঠিক?

ক) i    খ) i ও ii

গ) ii ও iii    ঘ) i,ii ও iii

সঠিক উত্তর : ঘ


৮. যারা হ্যাকিং (Hacking) করে তাদেরকে বলে–

ক) Hacked    খ) Hack

গ) Hackering    ঘ) Hacker

সঠিক উত্তর : ঘ


৯. সবচেয়ে সারা জাগানো ভাইরাসের নাম কি?

ক) ম্যালওয়্যার    খ) ট্রোজান হর্স

গ) সি আই এইচ    ঘ) পিংপং

সঠিক উত্তর : গ


১০. কোনটি ক্ষতিকর সফটওয়্যার?

ক) এমএস ওয়ার্ড    খ) এমএস এক্সেল

গ) ট্রোজান হর্স    ঘ) গুগল ক্রম

সঠিক উত্তর : গ


১১. নিচের কোনটি সুরক্ষিত পাসওয়ার্ড?

ক) ABCD    খ) A123B45C6D7

গ) 123456    ঘ) -432D

সঠিক উত্তর : খ

Post a Comment

Previous Post Next Post